এদিকে তাঁকে ফেলেই বাস চলে যায় ঝাড়খন্ডে। অসহায় অবস্থায় ঘুরতে ঘুরতে তিনি অন্য বাসে উঠে পড়েন। তারপর তিনি কোথায় যাচ্ছেন বুঝতে না পেরে নেমে যান উস্থিতে। এদিকে ওই থানা এলাকায় ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা খবর দেয় থানায়। এরপর তাঁকে উস্থি থানায় নিয়ে আসে উস্থি থানার পুলিশ। তারপর মানবিক দায়িত্ববোধ থেকে পুলিশকর্মীরা দ্রুত তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন।

advertisement

আরও পড়ুন: পাহাড়ে বাড়বে কুয়াশার দাপট, সরস্বতী পুজোয় ভোল বদল আবহাওয়ার! IMD দিল লেটেস্ট আপডেট

জানা গিয়েছে, ওই এলাকার স্থানীয় থানায় যোগাযোগের পর সেখান থেকে গ্রামের সরপঞ্চকে ফোন করা হয়। সেই সরপঞ্চ ওই ব্যক্তিকে চিনতে পারেন এবং পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেন। অবশেষে সমস্ত প্রচেষ্টার পর তাঁকে নিরাপদে তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যক্তি ও তার পরিবারের লোকজন। পুলিশের উদ্যোগে দ্রুত বাড়িতে ফিরতে পেয়ে খুশি ওই ব্যক্তি।‌ তিনি জানিয়েছেন, পুলিশ না থাকলে হয়ত তিনি আর বাড়িতে ফিরতে পারতেন না।