রাতেই বার্জ থেকে নাবিকদের নিরাপদে বের করতে পেরেছে পুলিশ। এরপর বাংলাদেশগামী অন্য একটি জাহাজে তাদের তুলে দেওয়া হয়েছে। তারা নিরাপদেই ফিরে গিয়েছে। যদিও বার্জের ৯০ শতাংশ অংশ জলে ডুবে গিয়েছে। ফলে নদীতে দূষণ ছড়ানোর সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বজবজ থেকে ওই বার্জটি ছেড়ে যাওয়ার পর ভাটার টানে কচুবেড়িয়ার কাছে এই ঘটনা ঘটে।
advertisement
ঘটনার বিস্তারিত অনুসন্ধান করে দেখতে কলকাতা পোর্ট ট্রাস্টে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভেসেল চলাচলের পথে ডুবন্ত বার্জটি যাতে সমস্যা না সৃষ্টি করে সেটি দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেচ দফতরের আধিকারিকগণ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগেও মুড়িগঙ্গা নদীতে বাংলাদেশী জাহাজডুবির ঘটনা ঘটেছিল। মূলত ফ্লাইআ্যশ বোঝাই এই জাহাজগুলি ডুবে গেলে সমস্যা সৃষ্টি হয়। নদীতে দূষণ বাড়ে। একাধিকবার এই কথা জানিয়েছেন স্থানীয়রা। নতুন এই বার্জ ডুবির ফলে আতঙ্ক ছড়িয়েছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, এর ফলে নদীর মাছ দূষণের শিকার হবেন। এই ফ্লাইআ্যশ তুলে ফেললে খুবই ভাল হয়।






