নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত BLO-রা সরাসরি কমিশনের অধীনে কর্মরত বলে গণ্য হবেন। ফলে দায়িত্ব পালনে কোনও রকম অবহেলা, অসদাচরণ বা আইনভঙ্গ হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে হবে জেলা নির্বাচনী আধিকারিককে (DEO)। প্রয়োজনে BLO-কে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করার সুপারিশ করা হবে। অপরাধমূলক কাজের প্রমাণ মিললে মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি নিয়ে FIR দায়েরের পথও খোলা থাকছে।
advertisement
এ ক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্বতঃপ্রণোদিত ভাবেও ব্যবস্থা নিতে পারবেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। বরখাস্ত, বিভাগীয় তদন্ত কিংবা FIR—সব ক্ষেত্রেই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করতে হবে দ্রুত এবং তার রিপোর্ট কমিশনকে জানাতে হবে।
রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মধ্যেই এই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কমিশনের বার্তা স্পষ্ট—নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতায় কোনও আপস বরদাস্ত নয়।
