গত ২ বছরে ২৫০ কোটি টাকা খরচে উত্তরবঙ্গ মেডিক্যালের চিকিৎসা পরিকাঠামোর ব্যাপক মানোন্নয়ন করা হয়েছে। এবার নতুন করে আরও বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল, ডাক্তারি পড়ুয়ার আসন সংখ্যা বৃদ্ধি। এতদিন এই আসন সংখ্যা ছিল ২০০। তবে এবার তা বাড়িয়ে ২৫০ করা হবে।
advertisement
সেই সঙ্গেই খুব শীঘ্রই চালু করা হবে ক্যানসার চিকিৎসার ওপিডি। একইসঙ্গে ক্যানসার ইউনিটও দ্রুত খোলা হবে। কাজ প্রায় শেষের দিকে। এছাড়া যেসব বিভাগে চিকিৎসক কম রয়েছে, সেখানেও দ্রুত শূন্যপদ মেটানো হবে। উত্তরবঙ্গ মেডিক্যালের নিউরো সার্জারি বিভাগেও চিকিৎসক আসছেন।
এগুলির পাশাপাশি ছাত্রী পড়ুয়াদের জন্য নতুন করে হস্টেল তৈরির সঙ্গেই সুপার স্পেশালিটি ওয়ার্ডের পরিকাঠামো বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে। এদিন উত্তরবঙ্গ মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর একথা জানান গৌতম দেব। স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এন এস নিগমও ছিলেন।
