গড়ফা খালপাড় হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের অংশ এটি। স্থানীয়দের কথায়, এই এলাকায় শতাধিক পরিবারের বসবাস। সরকারি মাত্র ২টি টিউবওয়েল রয়েছে। দু’টি কলের মধ্যে একটি খারাপ হলেই সমস্যায় পড়তে হয়। এলাকার অদূরেই সাঁতরাগাছি রেল ইয়ার্ড। জলের জন্য অনেক সময় সেখানে পৌঁছয় এখানকার মানুষজন।
advertisement
সেখানে জল নিতে যেমন রেললাইন পেরিয়ে যেতে প্রাণের ঝুঁকি থাকে সেই সঙ্গে নানা সমস্যার সম্মুখীনও হতে হয়। অনেক সময় কষ্ট করেও জল মেলে না। ফলে শুদ্ধ জলের হাহাকার লেগেই থাকে এলাকায়। গড়ফা খালপাড়ের বহু পরিবার জলের সমস্যায় ভুগছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা কাকলি মালিক, কচি মালিক, সোনাই রানা-সহ অন্যান্যরা জানাচ্ছেন, এলাকায় পাকা রাস্তা আলোর ব্যবস্থা থাকলেও জলের বড়ই অভাব। যে কারণে বাধ্য হয়ে মানুষকে পচা নোংরা কালো খালের জল ব্যবহার করতে হয়। এ বিষয়ে বারবার প্রশাসনকে আবেদন নিবেদন জানিয়েও মেলেনি সুরহা, অভিযোগ স্থানীয়দের।





