TRENDING:

Crime News: চোখের পলকেই গায়েব...! সোনার দোকান খুলতে না খুলতেই শেষ সব, চন্দননগরে হাড়হিম ঘটনা

Last Updated:

Crime News: দোকানে চুরির ভয়ে প্রতিদিন গয়না ব্যাগে করে বাড়ি নিয়ে যেতেন আবার পরদিন নিয়ে আসতেন। সেই গয়না সমেত ব্যাগই চুরি করে নিয়ে গেল চোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, চন্দননগর: দোকানে চুরির ভয়ে প্রতিদিন গয়না ব্যাগে করে বাড়ি নিয়ে যেতেন আবার পরদিন নিয়ে আসতেন। সেই গয়না সমেত ব্যাগই চুরি করে নিয়ে গেল চোর।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার লাগোয়া বিচালিপট্টির ঘটনা। আজ সকাল দশটা নাগাদ সোনার দোকান খোলেন দোকান মালিক তাপস পাল। সোনা ও রূপোর গহনা ভরা একটি কালো ব্যাগ শোকেসে রেখে পুজোর বাসন ধুতে যান দোকানের বিপরীতের কলে।

আরও পড়ুন-জানুয়ারির শেষেই মেগা খেলা শুরু…! এই ৩ রাশিকে কোটিপতি বানাবেন শনিদেব, লাগবে বাম্পার ‘লটারি’, বাধা-বিপত্তি চূর্ণ বিচূর্ণ

advertisement

এক যুবক এসে দোকানে সামনে দাঁড়ায়। কয়েক মিনিট পরেই বাইক নিয়ে আসে আরেকজন। বাইকটিও দাঁড়ায় কিন্তু স্ট্রার্ট বন্ধ করেনি। আগে আসা যুবক সোনার দোকানে ঢুকে কালো ব্যাগ দুটি নিয়ে বাইকে চাপতেই দ্রুত গতিতে বেরিয়ে যায় বাইকটি।

আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! শনির রাশিতে সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরল রাজযোগ, ৬ রাশির পোয়া বারো, ফেব্রুয়ারিতে ভাগ্য খুলবে কাদের

advertisement

তাপস পাল পিছন ফিরে বাসন ধুতে থাকায় কি হল তা টের পাননি। তার পাশের মোনোহারি দোকানদার কেদার নাথ দে জানান, তিনি দোকানের উল্টো দিকে ছিলেন। তিনি দেখেন এক যুবক এসে দাঁড়াল। ভেবেছিলেন তার দোকানে হয়ত খরিদ্দার এসেছে। তিনি এগিয়ে আসতে দু-এক পা ফেলছেন তখনই বাইকটি এসে দাঁড়ায় আর ব্যাগ নিয়ে সেই বাইকে চেপে চম্পট দেয় দুই চোর।

advertisement

খবর পেয়ে চন্দননগর পুরো নিগমের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দত্ত ঘটনাস্থলে আসেন। তিনি বলেন,এরকম ঘটনা ভাবা যায় না। একজন ব্যবসায়ী সবে দোকান খুলেছে তার দোকান থেকে এভাবে ব্যাগ চুরি করা। নিশ্চই রেকি করেছিল দুষ্কৃতিরা।পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে নিশ্চয়ই ধরা পরবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশদের লবণ ব্যবসার সাক্ষী কাঁথির নিমকমহল, আজ ইতিহাসের নীরব ধ্বংসস্তূপ
আরও দেখুন

ব্যবসায়ী তাপস পাল জানান,প্রতিদিন গহনা ব্যাগে ভরে বাড়ি নিয়ে যান। পরদিন আবার নিয়ে আসেন। আজ ব্যাগ রেখে পুজোর বাসন নিয়ে কলে গিয়েছিলেন সেই সময় এই ঘটনা। তিনি দেখতে পাননি কারা চুরি করেছে। সোনা ও রূপার গহনা ছিল প্রায় ত্রিশ লক্ষ টাকার।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Crime News: চোখের পলকেই গায়েব...! সোনার দোকান খুলতে না খুলতেই শেষ সব, চন্দননগরে হাড়হিম ঘটনা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল