চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার লাগোয়া বিচালিপট্টির ঘটনা। আজ সকাল দশটা নাগাদ সোনার দোকান খোলেন দোকান মালিক তাপস পাল। সোনা ও রূপোর গহনা ভরা একটি কালো ব্যাগ শোকেসে রেখে পুজোর বাসন ধুতে যান দোকানের বিপরীতের কলে।
advertisement
এক যুবক এসে দোকানে সামনে দাঁড়ায়। কয়েক মিনিট পরেই বাইক নিয়ে আসে আরেকজন। বাইকটিও দাঁড়ায় কিন্তু স্ট্রার্ট বন্ধ করেনি। আগে আসা যুবক সোনার দোকানে ঢুকে কালো ব্যাগ দুটি নিয়ে বাইকে চাপতেই দ্রুত গতিতে বেরিয়ে যায় বাইকটি।
তাপস পাল পিছন ফিরে বাসন ধুতে থাকায় কি হল তা টের পাননি। তার পাশের মোনোহারি দোকানদার কেদার নাথ দে জানান, তিনি দোকানের উল্টো দিকে ছিলেন। তিনি দেখেন এক যুবক এসে দাঁড়াল। ভেবেছিলেন তার দোকানে হয়ত খরিদ্দার এসেছে। তিনি এগিয়ে আসতে দু-এক পা ফেলছেন তখনই বাইকটি এসে দাঁড়ায় আর ব্যাগ নিয়ে সেই বাইকে চেপে চম্পট দেয় দুই চোর।
খবর পেয়ে চন্দননগর পুরো নিগমের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দত্ত ঘটনাস্থলে আসেন। তিনি বলেন,এরকম ঘটনা ভাবা যায় না। একজন ব্যবসায়ী সবে দোকান খুলেছে তার দোকান থেকে এভাবে ব্যাগ চুরি করা। নিশ্চই রেকি করেছিল দুষ্কৃতিরা।পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে নিশ্চয়ই ধরা পরবে।
ব্যবসায়ী তাপস পাল জানান,প্রতিদিন গহনা ব্যাগে ভরে বাড়ি নিয়ে যান। পরদিন আবার নিয়ে আসেন। আজ ব্যাগ রেখে পুজোর বাসন নিয়ে কলে গিয়েছিলেন সেই সময় এই ঘটনা। তিনি দেখতে পাননি কারা চুরি করেছে। সোনা ও রূপার গহনা ছিল প্রায় ত্রিশ লক্ষ টাকার।
