TRENDING:

Road Accident: বাঁকুড়ায় ভয়াবহ দুর্ঘটনা! উল্টে জিলিপির দোকানে ঢুকে গেল পণ্য বোঝাই ট্রাক

Last Updated:

Road Accident: সিমলাপালের নদীঘাট এলাকায় ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে পড়ে জিলিপির দোকানের উপর। দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা ব্যবসায়ীরা অল্পের জন্য প্রাণে বাঁচেন, যদিও দোকানটি সম্পূর্ণ ভেঙে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ভোররাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে যায় এক বিকট শব্দে। গভীর ঘুমে ডুবে থাকা সিমলাপালের নদীঘাট এলাকা মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে। কী ঘটেছে বুঝে ওঠার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। রাস্তার পাশে থাকা একটি জিলিপির দোকানের উপর উল্টে পড়ে রয়েছে একটি বিশাল ট্রাক— এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা ব্যবসায়ীরা।
ঘটনাস্থল 
ঘটনাস্থল 
advertisement

আরও পড়ুন: নির্বাচনের আগেই রাজ্যে নেওয়া হতে পারে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র লিখিত পরীক্ষা! জেনে নিন সম্ভাব্য দিনক্ষণ

এই ঘটনাটি ঘটে সিমলাপাল নদীঘাটের ব্রিজ ওঠার ঠিক কিছুটা আগেই। গঙ্গা মেলাকে কেন্দ্র করে নদীঘাট সংলগ্ন এলাকায় রাস্তার দু’পাশে গজিয়ে উঠেছে একাধিক অস্থায়ী দোকান। প্রতিদিনের মতোই রাতের কাজ সেরে ব্যবসায়ীরা দোকানের মধ্যেই বিশ্রাম নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ভোর আনুমানিক তিনটে নাগাদ বিক্রমপুর দিক থেকে সিমলাপালের দিকে যাচ্ছিল একটি ট্রাক। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সোজা গিয়ে উল্টে পড়ে জিলিপির দোকানের উপর।

advertisement

দুর্ঘটনার তীব্র শব্দে ঘুম ভেঙে যায় দোকানের ভিতরে থাকা ব্যবসায়ীদের। আতঙ্কে তাঁরা ছুটে বেরিয়ে আসেন। এক ব্যবসায়ী বলেন, “সারাদিন খাটুনির পর দোকানের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে। উঠে দেখি একদম পাশেই উল্টে পড়ে আছে ট্রাক। কয়েক সেকেন্ড এদিক-ওদিক হলে আজ আর বেঁচে থাকতাম না।” তাঁর কথায় স্পষ্ট, এই দুর্ঘটনা যেন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা।

advertisement

আরও পড়ুন: নিয়মমাফিক এসআইআর শুনানিতে হাজিরা দিলেন মহম্মদ শামি! প্রতিক্রিয়াও দিলেন তারকা বোলার

সেরা ভিডিও

আরও দেখুন
আবর্জনাই আয়ের খনি, ফেলে দেওয়া প্লাস্টিকেই ভাগ্য বদল! মহিলাদের জন্য সুপারহিট ফর্মুলা
আরও দেখুন

দুর্ঘটনায় জিলিপির দোকানটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও প্রাণহানি বা গুরুতর আহতের খবর নেই। খবর পেয়ে সকালে প্রশাসনের তরফে ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। ভোরের এই দুর্ঘটনাকে ঘিরে নদীঘাট এলাকায় দীর্ঘ সময় ধরে চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Road Accident: বাঁকুড়ায় ভয়াবহ দুর্ঘটনা! উল্টে জিলিপির দোকানে ঢুকে গেল পণ্য বোঝাই ট্রাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল