এই ঘটনাটি ঘটে সিমলাপাল নদীঘাটের ব্রিজ ওঠার ঠিক কিছুটা আগেই। গঙ্গা মেলাকে কেন্দ্র করে নদীঘাট সংলগ্ন এলাকায় রাস্তার দু’পাশে গজিয়ে উঠেছে একাধিক অস্থায়ী দোকান। প্রতিদিনের মতোই রাতের কাজ সেরে ব্যবসায়ীরা দোকানের মধ্যেই বিশ্রাম নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ভোর আনুমানিক তিনটে নাগাদ বিক্রমপুর দিক থেকে সিমলাপালের দিকে যাচ্ছিল একটি ট্রাক। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সোজা গিয়ে উল্টে পড়ে জিলিপির দোকানের উপর।
advertisement
দুর্ঘটনার তীব্র শব্দে ঘুম ভেঙে যায় দোকানের ভিতরে থাকা ব্যবসায়ীদের। আতঙ্কে তাঁরা ছুটে বেরিয়ে আসেন। এক ব্যবসায়ী বলেন, “সারাদিন খাটুনির পর দোকানের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে। উঠে দেখি একদম পাশেই উল্টে পড়ে আছে ট্রাক। কয়েক সেকেন্ড এদিক-ওদিক হলে আজ আর বেঁচে থাকতাম না।” তাঁর কথায় স্পষ্ট, এই দুর্ঘটনা যেন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা।
আরও পড়ুন: নিয়মমাফিক এসআইআর শুনানিতে হাজিরা দিলেন মহম্মদ শামি! প্রতিক্রিয়াও দিলেন তারকা বোলার
দুর্ঘটনায় জিলিপির দোকানটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও প্রাণহানি বা গুরুতর আহতের খবর নেই। খবর পেয়ে সকালে প্রশাসনের তরফে ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। ভোরের এই দুর্ঘটনাকে ঘিরে নদীঘাট এলাকায় দীর্ঘ সময় ধরে চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
