পযটকদের বেড়ানোর তালিকায় থাকে এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটি। বিগত বেশ কিছু বছর আগে পৌরসভার উদ্যোগে সাজানো হয়েছিল এই পর্যটন কেন্দ্রকে। তবে ফের এই পর্যটন কেন্দ্রের করুন অবস্থা হয়ে গিয়েছে। তাই এই পর্যটন কেন্দ্রকে নতুন করে সাজানোর দাবি জানাচ্ছে পর্যটকেরা। এ বিষয়ে শিলফোঁড় পাহাড়ে বেড়াতে আসা পর্যটক সঞ্জীব রঞ্জন কেশরী ও পুনম কেশরী বলেন, ঝালদার ঐতিহ্য এই শিলফোঁড় পাহাড়।
advertisement
আরও পড়ুন: কনকনে শীতে জঙ্গলে ঘুরে ঘুরে চলছে প্রেয়সীর খোঁজ, রাত বাড়লেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ছে প্রেমিক
আগের তুলনায় অনেকটাই সুন্দর করে সাজানো হয়েছে এই পর্যটন কেন্দ্রকে। তবে আরও বেশ কিছু সৌন্দর্যায়নের প্রয়োজন রয়েছে। কারণ অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে। এই পর্যটন কেন্দ্রকে নতুন করে সাজালে এর গুরুত্ব আরও বেড়ে যাবে। এ বিষয়ে ঝালদা পৌরসভার পুরপ্রধান সুরেশ আগারওয়াল বলেন, ইতিপূর্বে এই পর্যটন কেন্দ্রকে সাজানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে যে কাজগুলি বাকি রয়েছে সেগুলির জন্য তারা প্রস্তাব পাঠিয়েছেন গ্রিন সিটি প্রকল্পের আয়তায়। এই প্রস্তাবে সবুজ সংকেত পেলেই নতুন করে শিলফোঁড় পাহাড়ে কাজ শুরু হবে। বছরের বিভিন্ন সময়তেই স্থানীয় মানুষজন ও পর্যটকেরা এই পাহাড়ে ভিড় করেন। বিশেষ করে পিকনিকের মরশুমে ভিড় বেশ খানিকটা বেড়ে যায়। এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র যাতে নতুন রূপে সেজে ওঠে সেই অপেক্ষাতেই রয়েছেন ঝালদাবাসী সহ পর্যটকরা।





