আর আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভিডিও ক্লাসের বন্দোবস্ত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার সে পথেই হাঁটছে সমগ্র শিক্ষা মিশনও। অর্থাৎ, একেবারে প্রথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পাবে ডিজিটাল শিক্ষার সুবিধা।
advertisement
গত কয়েক মাসে বার বার অভিযোগ উঠেছে, ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজে ব্যস্ত থাকায় শিক্ষক-শিক্ষিকাদের অনেকে নিয়মিত ক্লাস করাতে পারছেন না। প্রশ্ন উঠেছে পঠনপাঠনের যে ঘাটতি থেকে যাচ্ছে, তা পূরণ হবে কী করে?
সে সমস্যা সমাধানেই ‘সেল্ফ লার্নিং’-এর কথা ভাবছে শিক্ষা দফতর। ইউটিউবের মতো মাধ্যম ব্যবহার করে বিষয় ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে পড়ুয়াদের প্রস্তুতিতে সুবিধা হয়।
সমগ্র শিক্ষা মিশন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে ভিডিয়ো তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ক্লাসের জন্য আলাদা করে বিষয়ভিত্তিক ভিডিও তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত ৩৮৭ বিষয়ে প্রায় ৪০৪টি ভিডিও তৈরি করা হয়েছে। সে সব ভিডিও-র ইউটিউব লিঙ্ক আপলোড করা হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে। পড়ুয়ারা বাড়িতে বসেই মোবাইলে এই ভিডিওগুলি দেখতে পাবে।
তবে, যে সমস্ত স্কুলের স্মার্ট ক্লাসরুম রয়েছে তারা স্কুলেই ওই ভিডিও চালিয়ে পঠনপাঠন এগিয়ে নিয়ে যেতে পারবে। জানা গিয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৮৪ টি ভিডিও, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৮৫, মাধ্যমিক স্তরে ১৮৬টি ও উচ্চ মাধ্যমিক স্তরে ১৮৭ টি ভিডিও প্রস্তুত করা হয়েছে।
