TRENDING:

Primary School News: শিক্ষকের অভাব! নিজেরাই নিজেদের পড়াবে পড়ুয়ারা...এবার প্রাথমিক পড়ুয়াদের ক্লাসও ভিডিওয়

Last Updated:

সে সমস্যা সমাধানেই ‘সেল্‌ফ লার্নিং’-এর কথা ভাবছে শিক্ষা দফতর। ইউটিউবের মতো মাধ্যম ব্যবহার করে বিষয় ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে পড়ুয়াদের প্রস্তুতিতে সুবিধা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শিক্ষকের অভাব! প্রাথমিক পড়ুয়াদের ক্লাসও হবে ভিডিওতে, এবার সিদ্ধান্ত সমগ্র শিক্ষা মিশনের৷ স্কুলে স্কুলে শিক্ষকের ঘাটতি! সমস্যা সমাধানে ভিডিও ব্যবহার করতে চাইছে সমগ্র শিক্ষা মিশনও। এ বার থেকে প্রাথমিক স্কুলের পড়ুয়ারাও ভিডিও দেখে নিজেরাই সেরে নেবে নিজেদের পড়াশোনা।
News18
News18
advertisement

আর আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভিডিও ক্লাসের বন্দোবস্ত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার সে পথেই হাঁটছে সমগ্র শিক্ষা মিশনও। অর্থাৎ, একেবারে প্রথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পাবে ডিজিটাল শিক্ষার সুবিধা।

আরও পড়ুন: পুরভোট ঘিরে জমজমাট মুম্বই…২০ বছর পরে হাত ধরেছেন ‘ঠাকরে ব্রাদার্স’, একনাথের সঙ্গেই আছে বিজেপি

advertisement

গত কয়েক মাসে বার বার অভিযোগ উঠেছে, ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজে ব্যস্ত থাকায় শিক্ষক-শিক্ষিকাদের অনেকে নিয়মিত ক্লাস করাতে পারছেন না। প্রশ্ন উঠেছে পঠনপাঠনের যে ঘাটতি থেকে যাচ্ছে, তা পূরণ হবে কী করে?

সে সমস্যা সমাধানেই ‘সেল্‌ফ লার্নিং’-এর কথা ভাবছে শিক্ষা দফতর। ইউটিউবের মতো মাধ্যম ব্যবহার করে বিষয় ভিত্তিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে পড়ুয়াদের প্রস্তুতিতে সুবিধা হয়।

advertisement

আরও পড়ুন: শাশুড়ি-বৌমাদের মনের কাছে পৌঁছতে চাইছে মমতার সরকার…লক্ষ্মীর ঘরের প্রকল্পই আধার, রাজ-শুভশ্রীর তথ্যচিত্র দেখলেন অভিষেক

সমগ্র শিক্ষা মিশন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে ভিডিয়ো তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ক্লাসের জন্য আলাদা করে বিষয়ভিত্তিক ভিডিও তৈরি করা হয়েছে। এখন‌ও পর্যন্ত ৩৮৭ বিষয়ে প্রায় ৪০৪টি ভিডিও তৈরি করা হয়েছে। সে সব ভিডিও-র ইউটিউব লিঙ্ক আপলোড করা হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে। পড়ুয়ারা বাড়িতে বসেই মোবাইলে এই ভিডিওগুলি দেখতে পাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলে বেড়াতে এসে দুধপুলি, পাটিসাপটার স্বাদ! জলদাপাড়া টুরিস্ট লজে পিঠেপুলি উৎসবের আয়োজন
আরও দেখুন

তবে, যে সমস্ত স্কুলের স্মার্ট ক্লাসরুম রয়েছে তারা স্কুলেই ওই ভিডিও চালিয়ে পঠনপাঠন এগিয়ে নিয়ে যেতে পারবে। জানা গিয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৮৪ টি ভিডিও, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৮৫, মাধ্যমিক স্তরে ১৮৬টি ও উচ্চ মাধ্যমিক স্তরে ১৮৭ টি ভিডিও প্রস্তুত করা হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Primary School News: শিক্ষকের অভাব! নিজেরাই নিজেদের পড়াবে পড়ুয়ারা...এবার প্রাথমিক পড়ুয়াদের ক্লাসও ভিডিওয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল