TRENDING:

Domestic Help Arrest: আসল ভেবে নকল গয়না চুরি! তিন বছর কাজ করে বিশ্বাসভঙ্গ, শান্তিপুর থেকে পুলিশের জালে পরিচারিকা

Last Updated:

ঘোলা থানার সুভাষ নগর এলাকায় প্রিয়াঙ্কা সরকার নামে এক বাসিন্দার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে৷

advertisement
সুবীর দে, ঘোলা: না বুঝেই নকল সোনার গয়না চুরি করে পুলিশের জালে পরিচারিকা! এমনই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার ঘোলা থানা এলাকায়৷ চুরির অভিযোগে শান্তিপুরের বাসিন্দা অভিযুক্ত পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ৷
নকল সোনা উদ্ধার, জালে পরিচারিকা৷
নকল সোনা উদ্ধার, জালে পরিচারিকা৷
advertisement

পুলিশ সূত্রে খবর, ঘোলা থানার সুভাষ নগর এলাকায় প্রিয়াঙ্কা সরকার নামে এক বাসিন্দার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে৷ ওই বাড়িতেই দীর্ঘ তিন বছর ধরে পরিচারিকার কাজ করতেন শান্তিপুরের বাসিন্দা জয়া নায়েক৷ প্রিয়াঙ্কাদেবীর বাড়িতে থেকেই কাজ করতেন ওই পরিচারিকা৷

কিছু দিন আগে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই পরিচারিকা জয়া নায়েক আলমারি থেকে গয়না চুরি করেন বলে অভিযোগ৷ যদিও সোনার গয়না ভেবে তিনি নকল গয়নাকে আসল ভেবে চুরি করে নেন৷ গয়না চুরির পরই ওই বাড়ি ছেড়ে চলে যান পরিচারিকা জয়া নায়েক৷

advertisement

এই ঘটনার দু একদিন পর পরিবারের সদস্যরা বুঝতে পারেন আলমারি থেকে নকল গয়না চুরি গিয়েছে৷ বিষয়টি নজরে আসার পরই ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রধানমন্ত্রীকে একনজর দেখার আকুতি! হামাগুড়ি দিয়েই মোদির সভায় বিশেষভাবে সক্ষম হাসান আলি
আরও দেখুন

অভিযোগ পেয়েই ওই পরিচারিকার খোঁজ শুরু করে ঘোলা থানার পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে জয়া নায়েক নামে ওই পরিচারিকার শান্তিপুরের বাড়িতে হানা দেয় পুলিশ৷ শান্তিপুরের আদর্শ পল্লি এলাকা থেকে অভিযুক্ত পরিচারিকাকে গ্রেফতার করা হয়৷ উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া নকল গয়নাগুলিও৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Domestic Help Arrest: আসল ভেবে নকল গয়না চুরি! তিন বছর কাজ করে বিশ্বাসভঙ্গ, শান্তিপুর থেকে পুলিশের জালে পরিচারিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল