হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দু’জনকেই ওই হাসপাতালের আইসিইউ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ যাতে আর না ছড়ায়, সেই কারণে কড়া সতর্কতা জারি করা হয়েছে। হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি নিরাপত্তারক্ষীরাও মাস্ক পরে ডিউটি করছেন। বাইরে থেকে আসা রোগীর পরিজনদের ক্ষেত্রেও একই নিয়ম মানা হচ্ছে।
advertisement
নিপা আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর চিকিৎসায় যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই কিট পরে আইসিইউতে প্রবেশ করতে হচ্ছে। হাসপাতালজুড়ে করোনা অতিমারির সময় যে নির্দেশিকা ও সুরক্ষা বিধি চালু ছিল, বর্তমানে সেই একই নিয়ম মেনে চলতে হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর মধ্যে একজন মহিলা, যাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলায় এবং অপরজনের বাড়ি নদিয়া জেলায়।
এখনও পর্যন্ত তাঁদের শারীরিক অবস্থার কোনও অবনতি না হলেও উল্লেখযোগ্য উন্নতিও হয়নি। দু’জনেরই শারীরিক অবস্থা সর্বক্ষণ এর জন্য মনিটর করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। একই সঙ্গে প্রশাসন ও স্বাস্থ্য দফতরের তরফে পুরো বিষয়টির উপর কড়া নজর রাখা হচ্ছে বলেও জানা গিয়েছে।






