TRENDING:

North Bengal News: হলদিবাড়ি চা বাগানে হাতির হামলা, ভয়াবহ পরিণতি হল চার মহিলা শ্রমিকের!

Last Updated:

North Bengal News: যে এলাকায় হাতির হামলার ঘটনা ঘটে, তার একেবারে গা ঘেঁষে রয়েছে মরাঘাট জঙ্গল। ফলে প্রায় প্রতিদিনই জঙ্গল থেকে লোকালয়ে কিংবা চা বাগানে ঢুকে পড়ছে দলছুট হাতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রকি চৌধূরী, বানারহাট: বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানে হাতির হামলা, গুরুতর আহত ২ মহিলা। বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানের ৬সি নম্বর সেকশনে ঘাস কাটতে গিয়ে হাতির হামলার শিকার হলেন চারজন মহিলা শ্রমিক। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন দু’জন। আহতদের নাম গীতা ছেত্রী (৫৩) ও বিরসি মুন্ডা (৪৬)।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন চারজন মহিলা শ্রমিক চা বাগানের ৬সি সেকশনে ঘাস কাটার কাজ করছিলেন। সেই সময় হঠাৎই একটি দলছুট হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে তাদের উপর হামলা চালায়। শুরুতেই দুই মহিলাকে আচার মারে।আর বাকি দুজন কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচে।

যে এলাকায় হাতির হামলার ঘটনা ঘটে, তার একেবারে গা ঘেঁষে রয়েছে মরাঘাট জঙ্গল। ফলে প্রায় প্রতিদিনই জঙ্গল থেকে লোকালয়ে কিংবা চা বাগানে ঢুকে পড়ছে দলছুট হাতি। এর জেরেই বারবার ঘটছে এমন দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি এলাকায় নজরদারি শুরু করেন। আহত দুই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণনগরের ঢেলাই চণ্ডী দেবীর মন্দির, গাছের ডালে মাটির ঢেলা ঝুলিয়ে দেওয়া হয় পুজো
আরও দেখুন

ঘটনাকে ঘিরে গোটা হলদিবাড়ি চা বাগান এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও চা বাগানের শ্রমিকদের অভিযোগ, বনদপ্তরের পক্ষ থেকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় হাতির উপদ্রব দিন দিন বেড়ে চলেছে। দ্রুত উপযুক্ত ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Bengal News: হলদিবাড়ি চা বাগানে হাতির হামলা, ভয়াবহ পরিণতি হল চার মহিলা শ্রমিকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল