চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসা মিতালী দাসের পাসপোর্ট হারিয়ে গিয়েছিল। শেষমেশ টোটো চালকের সহায়তায় খোয়া যাওয়া পাসপোর্ট ফিরে পেয়ে বাংলাদেশে ফিরলেন মিতালী। জানা যায়, চিকিৎসা শেষে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার পথে বনগাঁ এলাকায় তাঁর পাসপোর্টটি হারিয়ে যায়। হন্যে হয়ে পাসপোর্ট খুঁজতে থাকেন মিতালী। অন্যদিকে, বনগাঁ স্টেশন সংলগ্ন হীরালাল মূর্তির সামনে যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি বাংলাদেশি পাসপোর্ট পড়ে থাকতে দেখেন টোটো চালক রাজু মৃধা। সঙ্গে সঙ্গে তিনি বনগাঁ টোটো ও অটো ইউনিয়নকে বিষয়টি জানান এবং পাসপোর্টটি ইউনিয়নের কাছে জমা দেন। ঘণ্টাখানেক পর রেলস্টেশন সংলগ্ন এলাকায় খোঁজ করতে গিয়ে মিতালী দাস জানতে পারেন, এক টোটো চালক তাঁর পাসপোর্টটি পেয়েছেন। এর পর তিনি বনগাঁ টোটো ইউনিয়নে গিয়ে পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি দেখিয়ে নিজের পাসপোর্ট ফিরে পান।
advertisement
পাসপোর্ট ফিরে পেয়ে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে নিশ্চিন্তে বাংলাদেশে ফিরে যান মিতালী দাস। টোটো ইউনিয়নের চালকরা জানান, তাঁরা মানবিকতার দিকটাই প্রাধান্য দেন। টোটো বা অটোতে কোনও যাত্রী যদি জিনিসপত্র ফেলে যান বা হারিয়ে ফেলেন, তাহলে তা ইউনিয়নে জমা রেখে যথাযথ প্রমাণের মাধ্যমে যাত্রীর হাতে ফিরিয়ে দেওয়াই তাঁদের নীতি। টোটো চালকদের এই সততার নজিরে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
