উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে বারাসাত কাছারি ময়দানে দেশের ৭৭ তম সাধারণতন্ত্র দিবস পালিত হয় মহাসমারোহে। সোমবার ঘড়ির কাঁটায় সকাল ৯ টা বাজতেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক শশাঙ্ক শেঠী, সঙ্গে ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত মার্চপাস্টের মাধ্যমে অভিবাদন জানানো হয়।
advertisement
প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ-সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন যেমন ছিল, ঠিক সেই রকমই জেলাশাসক শশাঙ্ক শেঠি জেলাবাসীদের উদ্দেশ্যে নিজের বক্তব্য পেশ করেন। যেখানে জেলার উন্নয়নের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলি তুলে ধরেন। এছাড়াও তিনি এমন দিনটিতে জেলার বাসিন্দাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের উন্নয়নমূলক বিষয়গুলি নিয়ে সুসজ্জিত ট্যাবলো মাঠ প্রদক্ষিণে অংশ নিয়েছিল। এছাড়াও প্রায় ৪০টি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মনোজ্ঞ দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। প্রজাতন্ত্র দিবসের এমন অনুষ্ঠান ঘিরে বহু সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন বারাসাত কাছারি ময়দানে। সকলেই এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি।
