TRENDING:

Republic Day 2026: বারাসাতে বর্ণাঢ্য প্রজাতন্ত্র দিবস উদযাপন! জেলা প্রশাসনের কুচকাওয়াজ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাতল শহর

Last Updated:

North 24 Parganas Republic Day 2026: দেশজুড়ে সোমবার পালিত হচ্ছে ৭৭ তম সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস। এই দিনটি দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি সাড়ম্বরে পালিত হয় উত্তর ২৪ পরগনায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসাত, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: দেশজুড়ে সোমবার পালিত হচ্ছে ৭৭ তম সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস। এই দিনটি দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি সাড়ম্বরে পালিত হয় উত্তর ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবছরের মতো এই বছরও দিনটিকে সাড়ম্বরে পালন করার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল।
বারাসাতে প্রজাতন্ত্র দিবস উদযাপন
বারাসাতে প্রজাতন্ত্র দিবস উদযাপন
advertisement

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে বারাসাত কাছারি ময়দানে দেশের ৭৭ তম সাধারণতন্ত্র দিবস পালিত হয় মহাসমারোহে। সোমবার ঘড়ির কাঁটায় সকাল ৯ টা বাজতেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক শশাঙ্ক শেঠী, সঙ্গে ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত মার্চপাস্টের মাধ্যমে অভিবাদন জানানো হয়।

advertisement

আরও পড়ুন: বাবা নেই, মা দিনমজুর! ১ বছরের পরিশ্রমে ১০৫০ ফুটের প্রজাতন্ত্র দিবসের অনন্য পোর্টেট তৈরি করে তাক লাগাল অভাবী ঘরের সন্তান

প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ-সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন যেমন ছিল, ঠিক সেই রকমই জেলাশাসক শশাঙ্ক শেঠি জেলাবাসীদের উদ্দেশ্যে নিজের বক্তব্য পেশ করেন। যেখানে জেলার উন্নয়নের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলি তুলে ধরেন। এছাড়াও তিনি এমন দিনটিতে জেলার বাসিন্দাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
একের পর এক মৃত্যু হচ্ছে জলজ প্রাণীর...! দূষণ বিভীষিকা ছড়াচ্ছে আতঙ্ক, হারিয়ে যাচ্ছে খড়ি নদী
আরও দেখুন

এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের উন্নয়নমূলক বিষয়গুলি নিয়ে সুসজ্জিত ট্যাবলো মাঠ প্রদক্ষিণে অংশ নিয়েছিল। এছাড়াও প্রায় ৪০টি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মনোজ্ঞ দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। প্রজাতন্ত্র দিবসের এমন অনুষ্ঠান ঘিরে বহু সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন বারাসাত কাছারি ময়দানে। সকলেই এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Republic Day 2026: বারাসাতে বর্ণাঢ্য প্রজাতন্ত্র দিবস উদযাপন! জেলা প্রশাসনের কুচকাওয়াজ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাতল শহর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল