বসিরহাটের ঘোষবাড়িতে শুরু হয়েছে ‘ভুলভুলাইয়া’ বা ‘আয়নার ভেলকি ঘর’-এর গোলকধাঁধা, যেখানে ঢুকলেই চোখ ধাঁধানো অভিজ্ঞতার অপেক্ষা। চারপাশে শুধু আয়না আর আয়না—নিজের রাস্তা যেন মুহূর্তে হারিয়ে যাচ্ছে। কখনও মনে হচ্ছে সামনে রাস্তা, আবার হঠাৎই দেওয়ালে ধাক্কা! হাসি, চমক আর আনন্দে ভরে উঠছে পুরো পরিবেশ। শিশু থেকে বড়রা—সবাই মিলে উপভোগ করছেন এই অভিনব বিনোদন।
advertisement
স্থানীয় বাসিন্দাদের কাছে বিষয়টি যেন একেবারে বাড়ির দোরগোড়ায় সায়েন্স সিটির আনন্দ। পরিবারের সঙ্গে বিকেলের অবসর হোক কিংবা বন্ধুদের সঙ্গে মজার সময় কাটানো— এই ভুলভুলাইয়া এখন বসিরহাটের নতুন আকর্ষণ।
উদ্যোক্তাদের দাবি, নতুন প্রজন্মের পাশাপাশি গ্রাম ও মফস্বলের মানুষদেরও আধুনিক বিনোদনের স্বাদ দিতেই এই উদ্যোগ। ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছে ঘোষবাড়ি চত্বর। বসিরহাটে এই প্রথম এমন আয়নার ঘরের গোলকধাঁধা—আর তা ঘিরে উচ্ছ্বাসে মেতেছে গোটা এলাকা।





