পুলিশের দাবি, বাজেয়াপ্ত মাদকের মূল্য লক্ষাধিক টাকা। গত ১০ জানুয়ারি ব্রাউন সুগার সহ কিশানগঞ্জের বাসিন্দা ঋত্বিকা সিং-কে গ্রেফতার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বর্তমানে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে বন্দি ঋত্বিকা। বৃহস্পতিবার দিদিমার সঙ্গে জেলে দেখা করতে আসা নাতি ও তার দুই সঙ্গীর গতিবিধি দেখে সন্দেহ হয় কোতোয়ালি থানার পুলিশের।
গাড়ি আটক করে তল্লাশি করতেই বেরিয়ে আসে ব্রাউন সুগারের প্যাকেট। এরপরই মাদক পাচারের অভিযোগে নাতি মন্তোষ সিং ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার।
advertisement
এদিকে, জাল আধার কার্ড তৈরির কাজে জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠাল নদীয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাঁসখালি থানার পুলিশ উলশী পোস্ট অফিসের নাগোরপোতার বাসিন্দা হাসিবুর রহমান মণ্ডলের বাড়িতে অভিযান চালায় এবং সেখানে কম্পিউটার সিস্টেম ও সফটওয়্যার ব্যবহার করে আধার কার্ডে নাম পরিবর্তন, শিশুদের নাম নথিভুক্তকরণ ইত্যাদি সংক্রান্ত জাল নথি তৈরির কাজে জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের নাম হাসিবুর রহমান মণ্ডল বয়স (৩৫), গৌরব সরকার বয়স (৩১), দীপাঙ্কর সরকার বয়স (৩৩)।
