TRENDING:

North 24 Parganas News: শববাহী গাড়িও ছাড়ল না মদ্যপ বাইকবাহিনী! অশোকনগরের রাস্তায় চাঞ্চল্যকর ঘটনা, দেহ নিয়েই থানায় ছুটল পরিবার

Last Updated:

North 24 Parganas News: থানায় শববাহী গাড়ি ও মৃতদেহ দেখে প্রথমে হতবাক হয়ে যান অশোকনগর থানার পুলিশ কর্মীরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ বাবার মৃতদেহ নিয়ে শববাহী গাড়িতে বাড়ি ফিরছিল পরিবার। সেই শোকের যাত্রাতেই নেমে এল নৃশংসতা! মদ্যপ বাইকবাহিনীর হাতে হেনস্থার শিকার হলেন মৃতের ছেলে ও পরিবারের সদস্যরা। উত্তর ২৪ পরগনার অশোকনগরের যশোর রোডে ৩ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।
অশোকনগর থানার বাইরে দাঁড়িয়ে শববাহী গাড়ি
অশোকনগর থানার বাইরে দাঁড়িয়ে শববাহী গাড়ি
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মছলন্দপুরের বাসিন্দা অলিপ মিত্র (৭১) দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর শববাহী গাড়িতে মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয় পরিবার। শববাহী গাড়ির পিছনে পরিবারের আরও দু’টি গাড়ি ছিল।

আরও পড়ুনঃ ডিউটি চলাকালীন হঠাৎ অসুস্থ! অস্বাভাবিকভাবে মৃত্যু ধুবুলিয়া থানার অফিসারের, আকস্মিক প্রয়াণে স্তব্ধ সবাই

advertisement

অভিযোগ, অশোকনগর ৩ নম্বর রেলগেট পার হওয়ার পর শববাহী গাড়ির চালক সামান্য গতি বাড়াতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ৭-৮ জনের একটি মদ্যপ বাইকবাহিনী। শববাহী গাড়ির চালককে গালিগালাজ করা হয়। মৃতের ছেলে ও পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

View More

অভিযোগ অনুযায়ী, বাইকবাহিনীর সদস্যরা গাড়িগুলি ঘিরে ধরে মৃতের ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করে বলেও অভিযোগ। শববাহী গাড়ির চালককেও বেধড়ক মারধর করা হয়। শোকাহত পরিবারের উপর এভাবে হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অসহায় অবস্থায় শেষ পর্যন্ত বাবার মৃতদেহ নিয়েই সোজা অশোকনগর থানায় হাজির হন মৃতের ছেলে ও পরিবারের সদস্যরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সংক্রান্তিতে এক কিলোমিটার জুড়ে গ্রামীণ মেলা! লক্ষ লক্ষ মানুষের ভিড়, গিয়েছেন শরশঙ্কা মেলায়?
আরও দেখুন

থানায় শববাহী গাড়ি ও মৃতদেহ দেখে প্রথমে হতবাক হয়ে যান পুলিশ কর্মীরাও। পরিবারের পক্ষ থেকে একটি বাইকের নম্বর উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অশোকনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যশোর রোড সংলগ্ন এলাকায় মদ্যপ বাইকবাহিনীর দাপট দীর্ঘদিনের। রাতে বেপরোয়াভাবে বাইক চালানো ও অশান্তির ঘটনাও প্রায়শয়ই ঘটে। এই ঘটনার পর এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: শববাহী গাড়িও ছাড়ল না মদ্যপ বাইকবাহিনী! অশোকনগরের রাস্তায় চাঞ্চল্যকর ঘটনা, দেহ নিয়েই থানায় ছুটল পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল