TRENDING:

North 24 Parganas News: চলবে রেলের কাজ, ৪ মাসের জন্য বন্ধ থাকবে বেলঘরিয়া ওভারব্রিজ! তারিখ জানিয়ে দিল পূর্ব রেল

Last Updated:

North 24 Parganas News: চার মাসের জন্য বন্ধ থাকবে বেলঘরিয়া ওভারব্রিজ। যে ওভারব্রিজটি এলাকায় অন্যতম গুরুত্বপূর্ণ ওভারব্রিজ হিসাবেই পরিচিত। এমন গুরুত্বপূর্ণ একটি ওভারব্রিজ বন্ধ, তারপর আবার চার মাস, স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রী থেকে হকারদের, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে, বেলঘরিয়া, উত্তর ২৪ পরগনা: চার মাসের জন্য বন্ধ থাকবে বেলঘরিয়া ওভারব্রিজ। যে ওভারব্রিজটি এলাকায় অন্যতম গুরুত্বপূর্ণ ওভারব্রিজ হিসাবেই পরিচিত। এমন গুরুত্বপূর্ণ একটি ওভারব্রিজ বন্ধ, তারপর আবার চার মাস, স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রী থেকে হকারদের, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
বেলঘরিয়া ওভারব্রিজ বন্ধ রাখবে রেল
বেলঘরিয়া ওভারব্রিজ বন্ধ রাখবে রেল
advertisement

চার মাসের জন্য বন্ধ থাকবে বেলঘরিয়া ওভারব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরোপুরি সুরক্ষার জন্য। পূর্ব রেলের পক্ষ থেকে বেলঘরিয়া ওভারব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পর দেখা যায়, রেলের ট্রাকের উপরে ব্রিজের একদিকে আছে পাঁচটি এবং অপরদিকে আছে সাতটি গার্ডার। সেই সব গার্ডারের এবং যে জায়গায় গার্ডারগুলি রয়েছে সেই জায়গার স্বাস্থ্য খারাপ অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবেই খুব জরুরী ভিত্তিতে এবং তৎপরতার সঙ্গে এই ব্রিজের কাজ করার প্রয়োজন।

advertisement

আরও পড়ুন: স্মার্টফোন কিনে দিলেও ভুলেও ছুঁতেন না স্ত্রী! অন্যরকম সন্দেহ হতেই তুলকালাম, স্বামী উদ্ধার রেললাইনের ধারে, ভয়ঙ্কর কাণ্ডে শোরগোল বাঁকুড়ায়

রেলের পক্ষ থেকে এমন কাজের জন্য আগে প্রশাসনিক স্তরে বারবার করে আলোচনা করা হয়। এরপর ডিসেম্বর মাসের ২৩ তারিখে উচ্চ পর্যায়ে বেলঘরিয়া ব্রিজের পরিদর্শনে আসে রেল কর্তৃপক্ষ, আরপিএফ, কেএমডিএ, পিডব্লিউ ডি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১৭ জানুয়ারি শনিবার থেকে চার মাসের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বারাকপুর মহকুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলঘরিয়া ওভারব্রিজ।

advertisement

আরও পড়ুন: মালদহে উদ্বোধন হবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের! ছুটবে বাংলা-অসমের জনপ্রিয় রুটে, কমবে যাতায়াতের সময়, জানুন বাকি গুরুত্বপূর্ণ তথ্য

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগর সম্ভব নয়, রায়মঙ্গলেই পুণ্যস্নান! মকর সংক্রান্তিতে সুন্দরবনে ভক্তির জোয়ার
আরও দেখুন

তবে বেলঘরিয়া ওভারব্রিজ বন্ধ থাকায় যেমন সমস্যায় পড়বে নিত্যযাত্রীরা, তেমনই সমস্যায় পড়বে হকার ব্যবসায়ীরা। ব্রিজ বন্ধ থাকায় ২ ও ৩ নম্বর রেলগেটের মাধ্যমে যানবাহন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু। সেই জায়গায় ব্যাপক যানজটের আশঙ্কা বেলঘরিয়াবাসীদের। আর এমন পরিস্থিতিতে প্রশাসনের সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছে অসংখ্য হকার ব্যবসায়ীরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: চলবে রেলের কাজ, ৪ মাসের জন্য বন্ধ থাকবে বেলঘরিয়া ওভারব্রিজ! তারিখ জানিয়ে দিল পূর্ব রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল