ডান্স স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ভারত -এর উদ্যোগে আসানসোলে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক মানের নৃত্য প্রতিযোগিতা। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিভাবান নৃত্যশিল্পীরা এতে অংশগ্রহণ করেন। মোট ১৮টি রাজ্যকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ইচ্ছে পূরণ ড্যান্স অ্যাকাডেমির ছয়জন খুদে নৃত্যশিল্পী বিচারকদের মন জয় করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খুদে শিল্পীদের এই স্বর্ণজয় রাজ্য তথা জেলার মুখ উজ্জ্বল করেছে।
advertisement
আরও পড়ুন: শুধু মধু নয়, মোমেও রয়েছে বিপুল আয়! রামকৃষ্ণ মিশনের মাস্টারস্ট্রোকে রোজগারের নয়া দিশা দেখছে নিমপীঠ
তাদের সাফল্যে আপ্লুত অভিভাবক থেকে শুরু করে এলাকাবাসী ও রাজ্যবাসী। বাড়ি ফেরার পথে সর্বত্রই শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা দেখা যায়। ইচ্ছে পূরণ ড্যান্স অ্যাকাডেমির কর্ণধর কৃষ্ণ জানান, “জাতীয় স্তরে এই স্বর্ণপদক আমাদের মনোবল আরও বাড়িয়ে দিল। আমরা আশা রাখি, আগামী দিনে আমাদের খুদে শিল্পীরা আরও বড় সাফল্য এনে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, গত বছরের নভেম্বর মাসে জেলা স্তরের প্রতিযোগিতায় কলকাতায় স্বর্ণপদক জয়ের পর রাজ্য স্তরেও তারা সাফল্য পান। বর্তমানে জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হওয়ার পর আগামী দিনে জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি চলছে। খুদে নৃত্যশিল্পীদের এই সাফল্য নিঃসন্দেহে উওর ২৪ পরগনার ক্রীড়া ও সংস্কৃতির ইতিহাসে এক গর্বের অধ্যায় হয়ে থাকল।





