TRENDING:

North 24 Parganas News: আগরপাড়ায় জামতারা গ্যাং! ডেরা বেঁধেছিল ভাড়া বাড়িতে...চলত লুট, তারপর একদিন সকালে হঠাৎ পুলিশ

Last Updated:

তিনজনকে গ্ৰেফতার করা হয় অবশেষে এবং প্রচুর পরিমাণে মোবাইল ফোন সিম কার্ড ল্যাপটপ বিভিন্ন সরঞ্জাম আটক করে নিয়ে যায় খড়দহ থানায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, সুবীর দে: আগরপাড়ার মহাজাতিতে ডেরা বেঁধেছিল জামতারা গ্যাং৷ পুলিশি তৎপরতায় অবশেষে ধরা পড়ল জালে৷ ধরা পড়ল বড় আকারের সাইবার ক্রাইমের চক্র৷ সাইবার ক্রাইমে অভিযুক্ত ৩ জনকে গ্ৰেফতার করে নিয়ে গেল ঝাড়্গ্রাম পুলিশ। ঝাড়খণ্ডের মানুষকে এরা ঝাড়গ্রামে জামতারা গোষ্ঠীর মাধ্যমে প্রতারণা করত। সেই প্রতারণার প্রতারকেরা ঝাড়গ্রাম থেকে পালিয়ে আগরপাড়া ৫ নম্বর মহাজাতি নগরে একটি বাড়ি ভাড়া নিয়েছিল। মোট পাঁচজন তিন মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকত। অবশেষে ধরা পড়ল৷
News18
News18
advertisement

ঝাড়গ্রাম পুলিশ খোঁজ করতে করতে গত বৃহস্পতিবার বিকেলে পাঁচ নম্বর আগরপাড়া মহাজাতিতে যায়। যে বাড়িতে ভাড়া নিয়ে থাকত সেই বাড়িতে অভিযুক্তদের ছবি দেখায় পুলিশ৷ বাড়ির মালিক চিনতে পারলে, সোজা ঢোকে ঘরে। খড়দহ থানা ও ঝাড়গ্রাম পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। পাঁচজনের মধ্যে দু’জন ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: সিঁদুরে লাল থেকে কাঁচা হলুদ…ছাদ বাগানের বাহারি কাঠগোলাপ! ফুল ফোটাতে অঙ্কুশের কত খরচ হয়েছে জানেন?

আরও পড়ুন: ওটি-তে শুয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে একা একা প্রসব…কোনও নার্স-ডাক্তার, কেউ এল না! তারপর মৃত্যু সন্তানের

সেরা ভিডিও

আরও দেখুন
একবার খেলে হাত চাটবেন...শীতের সন্ধ্যায় বাড়িতে বানিয়ে নিন চিংড়ির কাটলেন, রইল রেসিপি
আরও দেখুন

তিনজনকে গ্ৰেফতার করা হয় অবশেষে এবং প্রচুর পরিমাণে মোবাইল ফোন সিম কার্ড ল্যাপটপ বিভিন্ন সরঞ্জাম আটক করে নিয়ে যায় খড়দহ থানায়। এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে বিভিন্ন ফ্ল্যাট ফাঁকা থাকে সেখানে ভাড়া দেয় এই ভাড়া নিয়ে কে কোথায় কী করছে তা মানুষ জানতে পারে না যার ফলে এলাকার মানুষ আতঙ্কের মধ্যে পড়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: আগরপাড়ায় জামতারা গ্যাং! ডেরা বেঁধেছিল ভাড়া বাড়িতে...চলত লুট, তারপর একদিন সকালে হঠাৎ পুলিশ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল