ঝাড়গ্রাম পুলিশ খোঁজ করতে করতে গত বৃহস্পতিবার বিকেলে পাঁচ নম্বর আগরপাড়া মহাজাতিতে যায়। যে বাড়িতে ভাড়া নিয়ে থাকত সেই বাড়িতে অভিযুক্তদের ছবি দেখায় পুলিশ৷ বাড়ির মালিক চিনতে পারলে, সোজা ঢোকে ঘরে। খড়দহ থানা ও ঝাড়গ্রাম পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। পাঁচজনের মধ্যে দু’জন ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
advertisement
তিনজনকে গ্ৰেফতার করা হয় অবশেষে এবং প্রচুর পরিমাণে মোবাইল ফোন সিম কার্ড ল্যাপটপ বিভিন্ন সরঞ্জাম আটক করে নিয়ে যায় খড়দহ থানায়। এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে বিভিন্ন ফ্ল্যাট ফাঁকা থাকে সেখানে ভাড়া দেয় এই ভাড়া নিয়ে কে কোথায় কী করছে তা মানুষ জানতে পারে না যার ফলে এলাকার মানুষ আতঙ্কের মধ্যে পড়েছে৷
advertisement
Location :
West Bengal
First Published :
Jan 30, 2026 3:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: আগরপাড়ায় জামতারা গ্যাং! ডেরা বেঁধেছিল ভাড়া বাড়িতে...চলত লুট, তারপর একদিন সকালে হঠাৎ পুলিশ
