TRENDING:

Nitin Nabin: ‘আন্দোলনের ভূমি’ পশ্চিমবঙ্গে তুলে ধরলেন ‘অনুপ্রবেশ’ সমস্যা! দুর্গাপুরে নিতিন নবীনের মঞ্চে পাশাপাশি শুভেন্দু-দিলীপ

Last Updated:

এদিনের মঞ্চ থেকে বাংলার নারী নিরাপত্তা নিয়েও জোরাল অভিযোগ তেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ বলেন, ‘‘মমতা দিদি বাংলার মেয়েরা আধুনিকতার প্রতীক। বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছে বাংলার মা বোনেরা। বাংলার মহিলাদের সুরক্ষা দিতে প্রস্তুত বিজেপির কর্মীরা।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: দু’দিনের বঙ্গ সফরে এসেছেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন৷ গত মঙ্গলবার দুর্গাপুরের ‘কমল মেলা’য় দেওয়া বক্তৃতায় ভাষণ শুরু করেছিলেন কাজি নজরল ইসলামের নাম নিয়ে৷ উস্কে দিয়েছিলেন বাঙালি আবেগ৷ বুধবার দুর্গাপুরে জনসভাতেও তাঁর মুখে উঠে এল বাংলার মনীষিদের প্রসঙ্গ৷ মঞ্চে উঠে নিতিন নবীন বললেন, ‘‘এই মাটি যেখানে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে। যিনি গোটা বিশ্বে হিন্দু ধর্মকে তুলে ধরেছেন। রামকৃষ্ণ পরমহংস দেবকে প্রণাম জানাই। নোবেল পুরস্কার জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাই। বাংলাকে বাংলাদেশ বানানোর থেকে বাঁচানোর জন্য করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।’’
News18
News18
advertisement

এদিন দুর্গাপুরে নিতিন নবীনের মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাশাপাশি, দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী, সুনীল বানসলকেও দেখা যায় সেখানে৷ ছিলেন মঙ্গল পাণ্ডে, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, লক্ষণ ঘরুই এবং অনুপ সাহা-রা৷

আরও পড়ুন: দু’বার চেষ্টা করেছিলেন…‘টেবিল টপ’ রানওয়েই কাল হল? ঘন কুয়াশা, পাহাড়ি এলাকা, যেভাবে প্লেন ক্র্যাশ..

advertisement

নিতিন বলেন, ‘‘আন্দোলনের ভূমি এই পশ্চিমবঙ্গ। এই বাংলাকে ফের বাংলাদেশ তৈরির প্রচেষ্টা চলছে। যেভাবে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য লড়ছে এই রাজ্য সরকার সেটা লজ্জার। যে কোনও বলিদান দিতে আমরা রাজি কিন্তু বাংলার সুরক্ষা করব বাংলাকে বাংলাদেশ হতে দেব না।’’

এদিনের মঞ্চ থেকে বাংলার নারী নিরাপত্তা নিয়েও জোরাল অভিযোগ তেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ বলেন, ‘‘মমতা দিদি বাংলার মেয়েরা আধুনিকতার প্রতীক। বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছে বাংলার মা বোনেরা। বাংলার মহিলাদের সুরক্ষা দিতে প্রস্তুত বিজেপির কর্মীরা।’’

advertisement

দুর্গাপুর শিল্পাঞ্চলে দাঁড়িয়ে নিতিন নবীনের কথায় উঠে আসে রাজ্যের শিল্প পরিস্থিতির প্রসঙ্গও৷ বলেন, ‘‘দুর্গাপুর একটা সময় শিল্প ইন্ডাস্ট্রির জায়গা ছিল। দুঃখের কথা আজ এখানে কোনও, নতুন কারখানা শিল্প হচ্ছে না। মমতা দিদি আপনার সরকার যখন এসেছিল তখন আপনি স্বপ্ন দেখিয়েছেন নতুন শিল্প আসবে কিন্তু আপনি ক্ষমতায় আসার পর পুরোনো শিল্পও বন্ধ হয়ে গেছে। যে সিঙ্গুরের জন্য আপনি আন্দোলন করেছেন সেখানকার লোক আজ দুঃখী সেখানে নতুন কোনও শিল্প হয়নি কাজ হয়নি সাধারণ মানুষের।’’

advertisement

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু

সেরা ভিডিও

আরও দেখুন
একদিকে বাংলা অন্যদিকে ওড়িশা! দিঘার একদম কাছেই বাংলার ‘শেষ সৈকত’
আরও দেখুন

মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় বুধবার মত্যু হয়েছে সে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের৷ এদিন সে বিষয়ে শোকপ্রকাশ করেন নিতিন নবীন৷ বলেন, ‘‘বিজেপির জন্য আজকের দিন শোকের। অজিত পাওয়ার এর মৃত্যু হয়েছে সমবেদনা রইলো তার পরিবারের প্রতি। অজিত পাওয়ার মহারাষ্ট্রের উন্নয়নে কাজ করেছেন।’’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nitin Nabin: ‘আন্দোলনের ভূমি’ পশ্চিমবঙ্গে তুলে ধরলেন ‘অনুপ্রবেশ’ সমস্যা! দুর্গাপুরে নিতিন নবীনের মঞ্চে পাশাপাশি শুভেন্দু-দিলীপ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল