এদিন দুর্গাপুরে নিতিন নবীনের মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাশাপাশি, দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী, সুনীল বানসলকেও দেখা যায় সেখানে৷ ছিলেন মঙ্গল পাণ্ডে, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, লক্ষণ ঘরুই এবং অনুপ সাহা-রা৷
advertisement
নিতিন বলেন, ‘‘আন্দোলনের ভূমি এই পশ্চিমবঙ্গ। এই বাংলাকে ফের বাংলাদেশ তৈরির প্রচেষ্টা চলছে। যেভাবে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য লড়ছে এই রাজ্য সরকার সেটা লজ্জার। যে কোনও বলিদান দিতে আমরা রাজি কিন্তু বাংলার সুরক্ষা করব বাংলাকে বাংলাদেশ হতে দেব না।’’
এদিনের মঞ্চ থেকে বাংলার নারী নিরাপত্তা নিয়েও জোরাল অভিযোগ তেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ বলেন, ‘‘মমতা দিদি বাংলার মেয়েরা আধুনিকতার প্রতীক। বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছে বাংলার মা বোনেরা। বাংলার মহিলাদের সুরক্ষা দিতে প্রস্তুত বিজেপির কর্মীরা।’’
দুর্গাপুর শিল্পাঞ্চলে দাঁড়িয়ে নিতিন নবীনের কথায় উঠে আসে রাজ্যের শিল্প পরিস্থিতির প্রসঙ্গও৷ বলেন, ‘‘দুর্গাপুর একটা সময় শিল্প ইন্ডাস্ট্রির জায়গা ছিল। দুঃখের কথা আজ এখানে কোনও, নতুন কারখানা শিল্প হচ্ছে না। মমতা দিদি আপনার সরকার যখন এসেছিল তখন আপনি স্বপ্ন দেখিয়েছেন নতুন শিল্প আসবে কিন্তু আপনি ক্ষমতায় আসার পর পুরোনো শিল্পও বন্ধ হয়ে গেছে। যে সিঙ্গুরের জন্য আপনি আন্দোলন করেছেন সেখানকার লোক আজ দুঃখী সেখানে নতুন কোনও শিল্প হয়নি কাজ হয়নি সাধারণ মানুষের।’’
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু
মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় বুধবার মত্যু হয়েছে সে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের৷ এদিন সে বিষয়ে শোকপ্রকাশ করেন নিতিন নবীন৷ বলেন, ‘‘বিজেপির জন্য আজকের দিন শোকের। অজিত পাওয়ার এর মৃত্যু হয়েছে সমবেদনা রইলো তার পরিবারের প্রতি। অজিত পাওয়ার মহারাষ্ট্রের উন্নয়নে কাজ করেছেন।’’
