TRENDING:

Nipah Virus Latest News: নিপা ভাইরাস আতঙ্ক! বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালেও এবার সতর্কতা জারি!

Last Updated:

Nipah virus alert: বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালেও এবার নিপা ভাইরাস সতর্কতা জারি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালেও এবার নিপা ভাইরাস সতর্কতা! ভাইরাস আতঙ্কের মাঝেই সচেতনতার বার্তা হাসপাতাল কর্তৃপক্ষের। রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়াতেই এবার সতর্কতামূলক পদক্ষেপ নিল বারাসাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি দূর করতে হাসপাতাল ক্যাম্পাস জুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। নিপা ভাইরাস একটি মারাত্মক ও নোটিফায়েবল ডিজিজ হওয়ায় পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, নিপা ভাইরাস সংক্রমণের অন্যতম কারণ হতে পারে কাটা ফল ও সবজি, খেজুরের রস, বাদুড়ের খাওয়া ফল, শুকরের মাংস এবং সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ।
বারাসাত হাসপাতাল
বারাসাত হাসপাতাল
advertisement

‘বাবা, আমি মরতে চাই না, বাঁচাও!’ নয়ডার যুবরাজের আর্তি থেমে গেল ২ ঘণ্টায়, এত চেষ্টা করেও কেন বাঁচানো গেল না ইঞ্জিনিয়ারকে?

তাই এই সমস্ত বিষয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এক পুরুষ এবং এক মহিলা নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা বর্তমানে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। দু’জনেই  ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। বারাসাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে জানানো হয়েছে, নিপা ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিকভাবে প্রবল জ্বর দেখা দেয়। পরে রোগীর মধ্যে বিভ্রান্তি বা ভুল বকতে থাকার মতো উপসর্গ দেখা যায় এবং সংক্রমণ ধীরে ধীরে ফুসফুসে ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বারাসাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঝাঁক ঝাঁক ময়ূরের দেখা মিলছে বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে 
আরও দেখুন

কেউ যদি প্রবল জ্বরে আক্রান্ত হন, তাহলে ভয় না পেয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। কাটা ফল এবং বাদুড়ের খাওয়া ফল এড়িয়ে চলাই ভালো। রাজ্যে নিপা ভাইরাস নিয়ে যখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেই সময় বারাসাত হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগের পক্ষ থেকে এই সচেতনতার বার্তা জারি করে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সঠিক সময়ে সতর্কতা ও চিকিৎসাই এই মারণ রোগের মোকাবিলায় সবচেয়ে বড় হাতিয়ার।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nipah Virus Latest News: নিপা ভাইরাস আতঙ্ক! বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালেও এবার সতর্কতা জারি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল