তাই এই সমস্ত বিষয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এক পুরুষ এবং এক মহিলা নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা বর্তমানে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। দু’জনেই ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। বারাসাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে জানানো হয়েছে, নিপা ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিকভাবে প্রবল জ্বর দেখা দেয়। পরে রোগীর মধ্যে বিভ্রান্তি বা ভুল বকতে থাকার মতো উপসর্গ দেখা যায় এবং সংক্রমণ ধীরে ধীরে ফুসফুসে ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বারাসাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই।
advertisement
কেউ যদি প্রবল জ্বরে আক্রান্ত হন, তাহলে ভয় না পেয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। কাটা ফল এবং বাদুড়ের খাওয়া ফল এড়িয়ে চলাই ভালো। রাজ্যে নিপা ভাইরাস নিয়ে যখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেই সময় বারাসাত হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগের পক্ষ থেকে এই সচেতনতার বার্তা জারি করে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সঠিক সময়ে সতর্কতা ও চিকিৎসাই এই মারণ রোগের মোকাবিলায় সবচেয়ে বড় হাতিয়ার।
