TRENDING:

Narendra Modi: 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার!' মালদহের সভা থেকে ভোটের স্লোগান বেঁধে দিলেন মোদি

Last Updated:

মালদহের সভা থেকে তৃণমূলের রাজ্য সরকারকে নির্মম বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর অভিযোগ, রাজ্যের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের শিলন্যাসের পর পরই রাজনৈতিক সভা থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বঙ্গ বিজেপি-র জন্য নির্বাচনের স্লোগানও বেঁধে দিলেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি দাবি করলেন, বাংলাকে ঘিরে থাকা সব রাজ্যেই বিজেপি-র সরকার সুশাসন দিচ্ছে৷ আগামী বিধানসভা নির্বাচনে বাংলাতেও বিজেপি সরকার গঠন করে সুশাসন শুরু করবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷
মালদহের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
মালদহের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

মালদহের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিকশিত ভারত তৈরি করতে পূর্ব ভারতের উন্নয়ন খুবই জরুরি৷ দশকের পর দশক ঘৃনার রাজনীতির কারবারিরা পূর্ব ভারতকে দখল কব্জায় রেখেছিল৷ বিজেপি পূর্ব ভারতের এই রাজ্যগুলি এই ঘৃনার রাজনীতির কারবারিদের কবল থেকে মুক্ত করেছে৷ পূর্ব ভারতের মানুষ বিজেপি-র উপরে আস্থা রেখেছে৷ ওড়িশায় প্রথম বার বিজেপি-র সরকার হয়েছে৷ ত্রিপুরা, অসমেও কয়েক বছর ধরে বিজেপি-র সরকার রয়েছে৷ কিছু দিন আগে বিহারে ফের বিজেপি-র সরকার নির্বাচিত হয়েছে৷ অর্থাৎ বাংলার চারপাশে সুশাসনের সরকার রয়েছে৷ এবার বাংলায় সুশাসনের পালা৷ তাই আমি বিহারে জয়ের পরই বলেছিলাম মা গঙ্গার আশীর্বাদে বাংলাতেও উন্নয়নের গঙ্গা বইবে৷ বিজেপি এই কাজ করেই ছাড়বে৷ আমার সঙ্গে আপনারা সঙ্কল্প নিন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার৷

advertisement

প্রধানমন্ত্রী দাবি করেছেন, ‘যে রাজ্যগুলিতে বিজেপি-র জয় অসম্ভব বলেই মনে করা হত, সেখানেও এখন বিজেপি নির্বাচনে সাফল্য পাচ্ছে৷ উদাহরণ হিসেবে কেরলের কথাও বলেন প্রধানমন্ত্রী৷ তাঁর দাবি, এবার বাংলাতেও পালাবদল হয়ে পদ্ম ফুটবে৷ প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার গোটা দেশে সুশাসন এবং উন্নয়নের মডেল তৈরি করেছে৷ গোটা দেশের মানুষ বিজেপি-কে আশীর্বাদ করছে৷ গতকালই মহারাষ্ট্রের শহরাঞ্চলে পুরভোটে বিজেপি ঐতিহাসিক জয় পেয়েছে৷ বিএমসি-তে রেকর্ড জয় পেয়েছে বিজেপি৷ কেরলের তিরুঅনন্তপুরমও কিছুদিন আগে প্রথমবার বিজেপি-র মেয়র পেয়েছে৷ যেসব জায়গায় বিজেপি কোনওদিন জিতবে বলে ভাবা যেত না, সেখানেও বিজেপি জয় পাচ্ছে৷ এতেই প্রমাণিত দেশের তরুণ প্রজন্ম, জেন Z বিজেপি-র উপরে ভরসা রাখছে৷ বিজেপি-কে নিয়ে যে ভুল প্রচার চালানো হত, তা দূর হচ্ছে৷ আপনাদের দেখে আমিও নিশ্চিত, এবার বাংলার মানুষও বিজেপি-কে জয়ী করবে৷ পশ্চিমবঙ্গের দ্রুত উন্নয়ন কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্য৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পর্যটকদের নিরাপত্তায় জয়দেব মেলায় CCTV, ওয়াচ টাওয়ার, ড্রোনের নজরদারি! একদিনে ১০০ জন আটক
আরও দেখুন

এ দিনও প্রধানমন্ত্রী তৃণমূল সরকারকে নির্দয়, নির্মম বলে অভিযোগ করেছেন৷ তাঁর অভিযোগ, রাজ্য সরকারের জন্যই কেন্দ্রের বহু জনমুখী প্রকল্পের সুবিধে পাচ্ছেন না বাংলার মানুষ৷ কেন্দ্রের আয়ুষ্মান ভারত, বিনামূল্যে সৌর বিদ্যুৎ প্রকল্পের মতো সুবিধে বাংলার মানুষ পাচ্ছেন না বলে অভিযোগ করেন মোদি৷

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Narendra Modi: 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার!' মালদহের সভা থেকে ভোটের স্লোগান বেঁধে দিলেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল