মালদহের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিকশিত ভারত তৈরি করতে পূর্ব ভারতের উন্নয়ন খুবই জরুরি৷ দশকের পর দশক ঘৃনার রাজনীতির কারবারিরা পূর্ব ভারতকে দখল কব্জায় রেখেছিল৷ বিজেপি পূর্ব ভারতের এই রাজ্যগুলি এই ঘৃনার রাজনীতির কারবারিদের কবল থেকে মুক্ত করেছে৷ পূর্ব ভারতের মানুষ বিজেপি-র উপরে আস্থা রেখেছে৷ ওড়িশায় প্রথম বার বিজেপি-র সরকার হয়েছে৷ ত্রিপুরা, অসমেও কয়েক বছর ধরে বিজেপি-র সরকার রয়েছে৷ কিছু দিন আগে বিহারে ফের বিজেপি-র সরকার নির্বাচিত হয়েছে৷ অর্থাৎ বাংলার চারপাশে সুশাসনের সরকার রয়েছে৷ এবার বাংলায় সুশাসনের পালা৷ তাই আমি বিহারে জয়ের পরই বলেছিলাম মা গঙ্গার আশীর্বাদে বাংলাতেও উন্নয়নের গঙ্গা বইবে৷ বিজেপি এই কাজ করেই ছাড়বে৷ আমার সঙ্গে আপনারা সঙ্কল্প নিন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার৷
advertisement
প্রধানমন্ত্রী দাবি করেছেন, ‘যে রাজ্যগুলিতে বিজেপি-র জয় অসম্ভব বলেই মনে করা হত, সেখানেও এখন বিজেপি নির্বাচনে সাফল্য পাচ্ছে৷ উদাহরণ হিসেবে কেরলের কথাও বলেন প্রধানমন্ত্রী৷ তাঁর দাবি, এবার বাংলাতেও পালাবদল হয়ে পদ্ম ফুটবে৷ প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার গোটা দেশে সুশাসন এবং উন্নয়নের মডেল তৈরি করেছে৷ গোটা দেশের মানুষ বিজেপি-কে আশীর্বাদ করছে৷ গতকালই মহারাষ্ট্রের শহরাঞ্চলে পুরভোটে বিজেপি ঐতিহাসিক জয় পেয়েছে৷ বিএমসি-তে রেকর্ড জয় পেয়েছে বিজেপি৷ কেরলের তিরুঅনন্তপুরমও কিছুদিন আগে প্রথমবার বিজেপি-র মেয়র পেয়েছে৷ যেসব জায়গায় বিজেপি কোনওদিন জিতবে বলে ভাবা যেত না, সেখানেও বিজেপি জয় পাচ্ছে৷ এতেই প্রমাণিত দেশের তরুণ প্রজন্ম, জেন Z বিজেপি-র উপরে ভরসা রাখছে৷ বিজেপি-কে নিয়ে যে ভুল প্রচার চালানো হত, তা দূর হচ্ছে৷ আপনাদের দেখে আমিও নিশ্চিত, এবার বাংলার মানুষও বিজেপি-কে জয়ী করবে৷ পশ্চিমবঙ্গের দ্রুত উন্নয়ন কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্য৷’
এ দিনও প্রধানমন্ত্রী তৃণমূল সরকারকে নির্দয়, নির্মম বলে অভিযোগ করেছেন৷ তাঁর অভিযোগ, রাজ্য সরকারের জন্যই কেন্দ্রের বহু জনমুখী প্রকল্পের সুবিধে পাচ্ছেন না বাংলার মানুষ৷ কেন্দ্রের আয়ুষ্মান ভারত, বিনামূল্যে সৌর বিদ্যুৎ প্রকল্পের মতো সুবিধে বাংলার মানুষ পাচ্ছেন না বলে অভিযোগ করেন মোদি৷
