জানা গিয়েছে, নির্ধারিত ডিউটির সময়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এস.আই কৃষ্ণেন্দুবাবু। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণের সম্ভাবনার কথা উঠে এলেও বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ মকর সংক্রান্তির ভোরে ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলেই শেষ তরতাজা যুবক, শোকের ছায়া এলাকায়
advertisement
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ধুবুলিয়া থানা ও কৃষ্ণনগর পুলিশ জেলার বিভিন্ন ইউনিটে শোকের আবহ নেমে আসে। সহকর্মীরা জানান, কৃষ্ণেন্দুবাবু কর্তব্যপরায়ণ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল এক অফিসার ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে পুলিশি দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনে ময়নাতদন্ত করা হবে। সেই রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে শোকবার্তা জানানোর পাশাপাশি মৃত অফিসারের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডিউটিরত অবস্থায় এক পুলিশ অফিসারের এই অস্বাভাবিক মৃত্যুতে গোটা ধুবুলিয়া এলাকা জুড়ে গভীরভাবে শোকাহত। সহকর্মীরা এস.আই কৃষ্ণেন্দু দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। এই ঘটনায় কৃষ্ণনগর পুলিশ জেলা কার্যত শোকস্তব্ধ। কর্তব্যরত অবস্থায় প্রয়াত এই অফিসারের স্মৃতি চিরকাল অমলিন হয়ে থাকবে পুলিশ বাহিনীর হৃদয়ে।






