স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভাগীরথী নদীর পাড় ভাঙতে শুরু করায় কয়েক বিঘা জমি ইতিমধ্যেই নদীতে বিলীন হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে অসম্পূর্ণ ফসলই আগেভাগে তুলে নিচ্ছেন এলাকার কৃষকেরা। তাঁদের আশঙ্কা, যেকোনও মুহূর্তে আরও বড় অংশের জমি ভেঙে নদীতে চলে যেতে পারে।
আরও পড়ুনঃ মাইকে ঘোষণা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট! মর্মান্তিক পরিণতি শিক্ষকের, শোকের চেহারা নিল পুজোর আনন্দ
advertisement
এদিন এলাকার চাষি উত্তম মণ্ডল জানান, “হঠাৎ করেই আমার শাক আলু চাষ করা জমি নদীগর্ভে চলে গিয়েছে। চোখের সামনে সব শেষ হয়ে গেল। এখন যে সামান্য জমি বেঁচে আছে, সেখানকার সব শাক আলু দ্রুত তুলে ফেলছি, নাহলে সেটাও চলে যাবে।” তাঁর মতো আরও বহু কৃষক একই আতঙ্কে ভুগছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্য কৃষকদের অভিযোগ, কিছুদিন আগেই নদীর পাড় বাঁধানো হয়েছিল ঠিকই, কিন্তু সেই বাঁধের কাজ মানসম্মত হয়নি। তার ফলে আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। তাঁদের দাবি, দ্রুত শক্তপোক্তভাবে নদী বাঁধ সংস্কার না করলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। নদী ভাঙনের ফলে শুধু চাষের জমিই নয়, এলাকার মানুষের জীবন ও জীবিকাও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী নদী তীর রক্ষা ব্যবস্থার দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা।





