গাড়িটি সার্ভিস রোডে থাকার কারণেই এই দুর্ঘটনা বলে জানা গেছে স্থানীয় সূত্রে। তবে পুলিশ সূত্রে খবর, চার চাকা গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণেই অটোর পেছনে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় আটজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ফুলিয়া গ্রামীণ হাসপাতাল এবং আশঙ্কাজনক ব্যক্তিদের রানাঘাট হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
এদিকে, ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন অসমের বরপেটার বাসিন্দা ধরণী মোচারি (৪৮)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের নিউ গোসাইরহাট এলাকায়। স্থানীয় বাসিন্দারা রেললাইনের ধারে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে মাথাভাঙা থানার পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতের ভাই ভদ্রেশ্বর মোচারি জানান, তাঁর দাদাকে অন্ধ্রপ্রদেশে চিকিৎসা করিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময়ই নিউ গোসাইরহাট এলাকায় ট্রেন থেকে পড়ে গিয়ে আত্মঘাতী হন বলে তাঁদের অনুমান। পরিবারের দাবি, ধরণী মোচারি মানসিকভাবে স্থিতিশীল ছিলেন না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
