TRENDING:

Murshidabad History: ইতিহাসের স্রোতে বিলীন প্রাসাদ-সম্পদ-জৌলুস, মুর্শিদাবাদের নবাবদের বংশধর সৈয়দ রেজা আলি মির্জার সঙ্গী এখন সাইকেল

Last Updated:

Murshidabad History:ছোটে নবাব রেজা আলি মির্জার জন্ম লালবাগ শহরের বেগম মহলে। যদিও বর্তমানে সেই মহল আজ ধ্বংসপ্রায়। কিছু ভগ্ন দালান, বারান্দা টিকে আছে। চারিদিকে বড় বড় ঝোপঝাড় আছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: আজও সাইকেল ভরসা মুর্শিদাবাদের ছোটে নবাবের। এক সময়ের মুর্শিদাবাদের নবাব হাতি, ঘোড়া, লোক লস্কর নিয়ে যাতায়াত করতেন। তবে আজ ছোট নবাব রয়েছেন। তবে নেই সেই হাতি। একমাত্র সঙ্গী তাঁর সাইকেল।  এক সময় মুর্শিদাবাদ ছিল নবাবের শহর। আজ বহু যুগ অতিক্রান্ত। না আজ সেই নবাবিয়ানা আছে। না আছে জৌলুস। নবাব পরিবারের সৈয়দ রেজা আলি মির্জা, বর্তমান নবাব পরিবারের অন্যতম প্রবীণ সদস্য। যিনি মুর্শিদাবাদ জেলাতে ছোটে নবাব নামে অধিক পরিচিত।
advertisement

ছোটে নবাব রেজা আলি মির্জার জন্ম লালবাগ শহরের বেগম মহলে। যদিও বর্তমানে সেই মহল আজ ধ্বংসপ্রায়। কিছু ভগ্ন দালান, বারান্দা টিকে আছে। চারিদিকে বড় বড় ঝোপঝাড় আছে। এক সময়ের এই মহল ছিল বিশাল। একদা ছিল নিজের বাসগৃহ, সেখানে তাঁর বেড়ে ওঠা, সেখানেই ছিল তাঁর কর্মজীবন। সাধারণের থেকে সাধারণ হয়ে তিনি আজ দিন কাটান। যদিও গভীর রাত্রে জেগে ওঠে অতীতের সেই সোনালি দিন। বর্তমানে ছোট নবাব রেজা আলি মির্জা  সাইকেলে চেপে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে রেখেছেন। দিন রাত সাইকেলেই ঘুরে বেড়ান এ প্রান্ত থেকে সেই প্রান্ত। খোঁজ নেন কেমন আছেন শহরের মানুষজন। শহরের এক কোণে বসবাস করেন পরিবার নিয়ে।

advertisement

আরও পড়ুন : বিয়ের প্রতিশ্রুতির টোপে সম্পর্ক! শ্বাসরোধ করে হত্যার পর কিশোরীর দেহ রেললাইনে ফেলল তার ইনস্টাগ্রাম-বন্ধু

বর্তমানে স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতনি নিয়ে সংসারযাপন করেন ছোটে নবাব রেজা আলি মির্জা । ঘরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ইতিহাস। সিরাজউদ্দৌলাকে আজও মসনদে রেখে সম্মান জানান বর্তমানের এই ছোটে নবাব রেজা আলি মির্জা । আগে হাজারদুয়ারি চত্বরে কাজ করলেও এখন কোনও পেনশন পান না। তাঁর সন্তান বর্তমানে হাইস্কুলের প্রধান শিক্ষক। ছোটে নবাব রেজা আলি মির্জা লোকাল ১৮ বাংলাকে জানিয়েছেন, এখন কোনও সরকারি ভাতা তাঁরা পান না। যা নিয়ে বারবার আবেদন করা হয়েছে। একাধিক মামলা চলছে যা আদালতে বিচারাধীন। কেন্দ্রীয় সরকার, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আবেদন করা হয়েছে। তাঁর কথায়, ‘‘আগে আমি চাকরি করতাম, কেয়ারটেকারের কাজ করতাম। আমি খুব কষ্টে সংসার চালিয়েছি। বর্তমানে আমার সন্তান হাইস্কুলের প্রধানশিক্ষক।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একের পর এক মৃত্যু হচ্ছে জলজ প্রাণীর...! দূষণ বিভীষিকা ছড়াচ্ছে আতঙ্ক, হারিয়ে যাচ্ছে খড়ি নদী
আরও দেখুন

রাজপ্রাসাদ নেই। নেই রাজপাট। তবুও মানুষের মধ্যে হৃদয়ের মণিকোঠায় বেচেঁ আছেন অতীতের ছোটে নবাব রেজা আলি মির্জা ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad History: ইতিহাসের স্রোতে বিলীন প্রাসাদ-সম্পদ-জৌলুস, মুর্শিদাবাদের নবাবদের বংশধর সৈয়দ রেজা আলি মির্জার সঙ্গী এখন সাইকেল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল