TRENDING:

Domkal Hospital: জেলার চিকিৎসায় নতুন মাইলফলক! ডোমকল হাসপাতালে চালু হল আধুনিক সিসিইউ পরিষেবা

Last Updated:

Murshidabad News: ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু করা হল আধুনিক পাঁচ বেডের সিসিইউ। এই উদ্যোগের ফলে ডোমকল ও পার্শ্ববর্তী এলাকার গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা হল ডোমকলে। চিকিৎসার জন্য আর ছুটতে হবে না বহরমপুর বা ৬০ কিলোমিটার দূরে অন্যত্র। সীমান্তবর্তী মহকুমা ডোমকলে চালু হল বিশেষ চিকিৎসার ব্যবস্থা। ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু করা হল আধুনিক পাঁচ বেডের সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট)। এই উদ্যোগের ফলে ডোমকল ও পার্শ্ববর্তী এলাকার গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হল। যা স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
advertisement

সাধারণ মানুষের কথা মাথায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই সিসিইউ চালু করেছে। হাসপাতালের সুপার কৌশিক আদিত্য ও অ্যাসিস্ট্যান্ট সুপার মামুন কবির এবং সন্দীপ দাসের আন্তরিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো বাস্তবায়িত হয়েছে।

আরও পড়ুনঃ ছাড়ি গঙ্গার পরিযায়ী পাখির ছবিতে জাতীয় স্বীকৃতি! সর্বভারতীয় ফটো গ্যালারি প্রতিযোগিতায় প্রথম হলেন কলকাতার আলোকচিত্রী

advertisement

হাসপাতালের সুপার কৌশিক আদিত্য জানান, অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে এবার সিসিইউ ওয়ার্ডে। এই সিসিইউ চালু হওয়ায় বহু ক্রিটিক্যাল রোগীর চিকিৎসা এখানেই সম্ভব হবে। এবং রোগীদের আর দূরবর্তী হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন পড়বে না। প্রত্যেকটি শয্যা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত। এখানে রোগীরা আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

স্থানীয় বাসিন্দাদের মতে, আধুনিক সিসিইউ পরিষেবা চালু হওয়ায় সময়মতো চিকিৎসা মিলবে এবং বহু ক্ষেত্রে রোগীর জীবনরক্ষা সম্ভব হবে যা ডোমকলের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন আশার আলো।

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগরের জঞ্জাল থেকেই উপচে পড়বে টাকা, ৬ মাসে 'সোনার খনি' হয়ে উঠবে সাগরতটের বর্জ্য
আরও দেখুন

এদিন এক ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ওয়ার্ডের চালু করেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সহ অন্যান্য চিকিৎসক-নার্সরা।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Domkal Hospital: জেলার চিকিৎসায় নতুন মাইলফলক! ডোমকল হাসপাতালে চালু হল আধুনিক সিসিইউ পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল