সাধারণ মানুষের কথা মাথায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই সিসিইউ চালু করেছে। হাসপাতালের সুপার কৌশিক আদিত্য ও অ্যাসিস্ট্যান্ট সুপার মামুন কবির এবং সন্দীপ দাসের আন্তরিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো বাস্তবায়িত হয়েছে।
advertisement
হাসপাতালের সুপার কৌশিক আদিত্য জানান, অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে এবার সিসিইউ ওয়ার্ডে। এই সিসিইউ চালু হওয়ায় বহু ক্রিটিক্যাল রোগীর চিকিৎসা এখানেই সম্ভব হবে। এবং রোগীদের আর দূরবর্তী হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন পড়বে না। প্রত্যেকটি শয্যা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত। এখানে রোগীরা আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের মতে, আধুনিক সিসিইউ পরিষেবা চালু হওয়ায় সময়মতো চিকিৎসা মিলবে এবং বহু ক্ষেত্রে রোগীর জীবনরক্ষা সম্ভব হবে যা ডোমকলের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন আশার আলো।
এদিন এক ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ওয়ার্ডের চালু করেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সহ অন্যান্য চিকিৎসক-নার্সরা।





