সিঙ্গুরের সভা থেকে তিনি আরও বলেন, “আপনারা বাংলা ভাষায় কথা বললে আপনারা মারবেন, আর বাংলা দখল করবেন। বাংলার মানুষ বাংলা দখল করবে, আমার এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল। যেহেতু আজ ঘটনা ঘটেছে আজ যায়নি। আর একটা ঘটনা ঘটেছে সেখানে ববিকে (মেয়র ফিরহাদ হাকিমকে) পাঠিয়েছিলাম। কাল তো যাবো। দরকার হলে আমি কোর্ট এ গিয়েও লড়াই করবো। আমি সব ডকুমেন্ট রেখে দিয়েছি। জ্যান্ত মানুষ কে মেরে দিয়েছে। ৯৫ বছরের মহিলাকে নোটিস দিয়েছে।”
advertisement
তিনি আরও বলেন, “তারকেশ্বর -বিষ্ণুপুর লাইন আমি করে দিয়েছিলাম। ওরা ফিতে কেটেছে। Sir চক্রান্তে যারা মারা গেছেন এনআরসি চক্রান্তে তাদের জন্য আমি তিনটে বই লিখেছিলাম। এরপরে নিজের লেখা একটি কবিতাও পড়ে শোনান তিনি।
সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ”সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। ২০০৬-২০০৮ থেকে এখানে কাটিয়েছি। রাস্তায় কাটিয়েছি। বাড়ি থেকে কেউ মুড়ি, নারকেল নাড়ু, সবজি নিয়ে এসেছে, যারা ওখানে ধরনা দিত, তাদের জন্য। ২৬ দিন অনশন করেছি সিঙ্গুরের জন্য। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের প্রেরণা।”
