TRENDING:

Malda News: গঙ্গা দিয়ে গোপনে ভিনরাজ্য থেকে এ কী ঢুকছিল মালদহে! মাঝি সেজে কেল্লাফতে পুলিশের! দুর্ধর্ষ অভিযান

Last Updated:

Malda News: গোপন সূত্রে মালদহ পুলিশ জানতে পারে, ঝাড়খণ্ড থেকে গঙ্গা নদীপথে নৌকোয় অস্ত্র আনা হচ্ছে মালদহে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, মালদহ: গঙ্গা নদীপথে ভিন রাজ্য থেকে এ রাজ্যে অস্ত্র পাচার রুখল মালদহ পুলিশ। মালদহে ফের প্রচুর অস্ত্র উদ্ধার। ক্রেতা সেজে গঙ্গা নদীতে অভিযান পুলিশের। ছদ্মবেশী পুলিশের অভিযানে জালে অস্ত্র কারবারি। উদ্ধার পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলি। পুলিশি অভিযানে ধরা পড়েছে ঝাড়খণ্ডের এক অস্ত্র কারবারি। কালিয়াচকের চরবাবুপুর এলাকার ঘটনা।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

গোপন সূত্রে মালদহ পুলিশ জানতে পারে, ঝাড়খণ্ড থেকে গঙ্গা নদীপথে নৌকোয় অস্ত্র আনা হচ্ছে মালদহে। খবর পেয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ দল গঠন করা হয়। এদিন দুপুরে কালিয়াচকের চড়বাবুপুর এলাকায় গঙ্গা নদীবক্ষে মাঝি ও যাত্রীর বেশে প্রস্তুতি নেয় পুলিশ। নির্দিষ্ট নৌকো কাছাকাছি আসতেই স্বমূর্তি ধারণ করে মাঝির বেশ ধরে থাকা পুলিশ। পুলিশি অভিযান টের পেয়ে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে পালায় দুই অস্ত্র কারবারি। সাব্বির আলম নামে ঝাড়খণ্ডের এক যুবককে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে তল্লাশির সময় উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি।

advertisement

জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃত সাব্বির ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার পিয়ারপুর রাজ্জাকটোলা এলাকার বাসিন্দা। তার কাছেই অস্ত্র রয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। অভিযানের সময় পালিয়ে যাওয়া আরও দুইজনের নাম মিলেছে। ধৃত সাব্বিরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আগামিকাল তাকে মালদহ আদালতে তুলে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অঙ্কের ভীতি কাটিয়ে কিভাবে মাধ্যমিকে মিলবে ভাল নম্বর জানুন
আরও দেখুন

জেলা পুলিশ জানিয়েছে, গত এক মাসে বেআইনি অস্ত্রের কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ৭৪ রাউন্ড গুলি, গ্রেফতার করা হয়েছে ১৬ জন অস্ত্র কারবারিকে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: গঙ্গা দিয়ে গোপনে ভিনরাজ্য থেকে এ কী ঢুকছিল মালদহে! মাঝি সেজে কেল্লাফতে পুলিশের! দুর্ধর্ষ অভিযান
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল