গোপন সূত্রে মালদহ পুলিশ জানতে পারে, ঝাড়খণ্ড থেকে গঙ্গা নদীপথে নৌকোয় অস্ত্র আনা হচ্ছে মালদহে। খবর পেয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ দল গঠন করা হয়। এদিন দুপুরে কালিয়াচকের চড়বাবুপুর এলাকায় গঙ্গা নদীবক্ষে মাঝি ও যাত্রীর বেশে প্রস্তুতি নেয় পুলিশ। নির্দিষ্ট নৌকো কাছাকাছি আসতেই স্বমূর্তি ধারণ করে মাঝির বেশ ধরে থাকা পুলিশ। পুলিশি অভিযান টের পেয়ে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে পালায় দুই অস্ত্র কারবারি। সাব্বির আলম নামে ঝাড়খণ্ডের এক যুবককে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে তল্লাশির সময় উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি।
advertisement
জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃত সাব্বির ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার পিয়ারপুর রাজ্জাকটোলা এলাকার বাসিন্দা। তার কাছেই অস্ত্র রয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। অভিযানের সময় পালিয়ে যাওয়া আরও দুইজনের নাম মিলেছে। ধৃত সাব্বিরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আগামিকাল তাকে মালদহ আদালতে তুলে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে।
জেলা পুলিশ জানিয়েছে, গত এক মাসে বেআইনি অস্ত্রের কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ৭৪ রাউন্ড গুলি, গ্রেফতার করা হয়েছে ১৬ জন অস্ত্র কারবারিকে।
