মালদহ শহরের যুব আবাস সংলগ্ন কার্নিভাল ময়দানে ১০ দিন ধরে এই মেলা চলবে। মহিলারা যাতে নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করে স্বনির্ভর হতে পারেন, সেই উদ্দেশেই আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই মেলা থাকবে।
advertisement
এখন প্রশ্ন জাগতেই পারে, আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলায় কী কী পাওয়া যাবে? মালদহের আম থেকে আমসত্ত্ব, দার্জিলিংয়ের চা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের শিল্পকর্ম, বিভিন্ন জেলার ভেষজ নানা সামগ্রী, ঘর সাজানোর জিনিসপত্র হয়ে রকমারি সুস্বাদু খাবার- এই মেলায় সব কিছুই মিলবে।
মালদহ জেলার স্বনির্ভর গোষ্ঠীর ভারপ্রাপ্ত প্রকল্প আধিকারিক সুমন হাওলাদার এদিন জানান, মালদহের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রির জন্য রাজ্য সরকারের উদ্যোগে বহুতল বিপণী বা মল খোলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সেই জন্য জমিও চিহ্নিত হয়েছে। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেকখানি উপকৃত হবেন।
