পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোলাঘাট থেকে হলদিয়াগামী ওই বাসটি সকাল প্রায় ৯টা নাগাদ চৈতন্যপুর বাসস্ট্যান্ড পেরিয়ে সুতাহাটার দিকে যাচ্ছিল। উত্তরকালীনগর এলাকায় হলদিয়া–মেচেদা রাজ্য সড়কের পাশে থাকা একটি নয়নজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে একাধিক যাত্রী ছিলেন।
রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! মেরামতির কারণেই এই সিদ্ধান্ত, যেতে হবে বিকল্প পথে!
advertisement
ঘটনার জেরে বাসের ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সুতাহাটা থানার পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা বাসটির স্টিয়ারিং কেটে যাওয়াতেই চালক নিয়ন্ত্রণ হারান এবং এর জেরেই দুর্ঘটনাটি ঘটে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সুতাহাটা থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে দ্রুত বাসের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, বাসটিকেও উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির গতিবেগ কম থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
