TRENDING:

Gangasagar News: গঙ্গাসাগরে কোটি মানুষের সমাগম, নিখোঁজ পুণ্যার্থীদের বাড়ি ফেরানোর গুরু দায়িত্ব 'ওদের'

Last Updated:

Gangasagar News: গঙ্গাসাগর মেলাতে এসে পরিবার স্বজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন ৭০ জন পুণ্যার্থী। এই ৭০ জন পুণ্যার্থীদের বাড়ি ফেরানোর গুরু দায়িত্ব নিয়েছে বজরং পরিষদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর, সুমন সাহা: আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৬-এর। সরকারি পরিসংখ্যান বলছে, এ বছর গঙ্গাসাগর মেলায় গত বছরের তুলনায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের সমাগম ঘটেছে। এ বছর গঙ্গাসাগর মেলায় আনুমানিক ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে এসে পুণ্য স্নান করেছেন। কিন্তু গঙ্গাসাগর মেলাতে এসে পরিবার স্বজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন ৭০ জন পুণ্যার্থী। এই ৭০ জন পুণ্যার্থীদের বাড়ি ফেরানোর গুরু দায়িত্ব নিয়েছে বজরং পরিষদ।
৭০ জন পুণ্যার্থীদের বাড়ি ফেরানোর গুরু দায়িত্ব নিয়েছে বজরং পরিষদ
৭০ জন পুণ্যার্থীদের বাড়ি ফেরানোর গুরু দায়িত্ব নিয়েছে বজরং পরিষদ
advertisement

করুণ চোখে পরিবারের সদস্যদের ফিরে আসার অপেক্ষা করছে ভিন্ন রাজ্য থেকে আসা তীর্থযাত্রীরা। অনেকে আবার কান্নায় ভেঙে পড়ছেন ৷ এ বছর গঙ্গাসাগর মেলাতে এসে পরিবার স্বজনের কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন সর্বমোট ৬৬৩২ জন, এদের মধ্যে ৬৫৬২ জন পুণ্যার্থীদের পরিবার এবং আত্মীয় স্বজনের কাছে হ্যাম রেডিও এবং বজরং পরিষদের মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ৭৫ জন পুণ্যার্থীদের এখনও পর্যন্ত তাদের পরিবারের কাছে ফেরানো সম্ভব হয়ে ওঠেনি।

advertisement

নিখোঁজ হয়ে যাওয়া এই পুণ্যার্থীদের এখন ভরসা বজরং পরিষদ। তাদের অস্থায়ী ক্যাম্পে রয়েছে এই নিখোঁজ হয়ে যাওয়া তীর্থযাত্রীরা। বজরং পরিষদের পক্ষ থেকে এই নিখোঁজ হয়ে যাওয়া পূণ্যার্থীদের থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। গঙ্গাসাগর মেলার অবিচ্ছেদ্য অঙ্গ বজরং পরিষদ গত ১০৯ বছর ধরে নীরবে এই মানবসেবার কাজ করে আসছে। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বজরং পরিষদের পক্ষ থেকে খোলা হয়েছে স্বেচ্ছাসেবী সহায়তা শিবির।

advertisement

এখানে হারিয়ে যাওয়া শিশু, বৃদ্ধ ও অসুস্থ তীর্থযাত্রীদের অস্থায়ী আশ্রয় দেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবকরা তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে হ্যাম রেডিও, পুলিশ কন্ট্রোল রুম এবং মেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করছেন। ইতিমধ্যেই বহু মানুষকে পরিবারের হাতে নিরাপদে তুলে দিতে পেরেছে এই সংগঠন। শুধু তাই নয়, ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা, জল ও শুকনো খাবার দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। ভিড়ের মধ্যে যাতে কেউ অসহায় হয়ে না পড়েন, সেদিকে নজর রাখছেন বজরং পরিষদের সদস্যরা। বিশেষ করে প্রবীণ ও প্রতিবন্ধী তীর্থযাত্রীদের যাতায়াতে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট্ট বয়সেই নিজের পায়ে দাঁড়ানোর পাঠ! সুন্দরবনে শিশু মেলায় হাতেকলমে শিখছে খুদেরা
আরও দেখুন

এ বিষয়ে বজরং পরিষদের অ্যাসিস্ট্যান্ট রিলিফ সেক্রেটারি বিকাশ রাউত বলেন, গঙ্গাসাগর মেলাতে এসে ভিন রাজ্য থেকে বহু পুণ্যার্থীরা হারিয়ে যায়। এত মানুষের সমাগমে ভিড়ের মধ্যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কিংবা আত্মীয়-স্বজনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাদের আমরা এই বজরং পরিষদের অস্থায়ী শিবিরে নিয়ে আসি এবং থাকা খাওয়ার সুব্যবস্থা করি। এছাড়াও অনেকে রয়েছে যারা নিজেদের পরিবারের বৃদ্ধ এবং বৃদ্ধাদের এই গঙ্গাসাগরে এসে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে যায়। তাদেরকে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে আমরা আমাদের এই অস্থায়ী ক্যাম্পে রাখি। এবছর গঙ্গাসাগর মেলায় মোট ৭০ জন যাত্রী হারিয়ে গিয়েছে আমাদের কাছে তারা রয়েছে। আমরা তাঁদের গঙ্গাসাগর থেকে কলকাতায় নিয়ে যাব এবং বাড়ির ফেরানোর জন্য আমরা উদ্যোগ নেব।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar News: গঙ্গাসাগরে কোটি মানুষের সমাগম, নিখোঁজ পুণ্যার্থীদের বাড়ি ফেরানোর গুরু দায়িত্ব 'ওদের'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল