চিকিৎসকদের উপস্থিতিতে এই স্বাস্থ্যশিবিরে গ্রামের প্রবীণ নাগরিকরা নিয়মিত শারীরিক পরীক্ষা ও চিকিৎসা করাচ্ছেন। শুধু একটি দিনের মধ্যেই দায়িত্ব শেষ নয়, বছরের সারাটা সময়ই প্রবীণদের পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন গ্রামের মেয়েরা। এমনকি শ্বশুরবাড়িতে থাকার ব্যস্ততার মাঝেও বছরের এই বিশেষ সময়ে বাপের বাড়িতে ফিরে এসে গ্রামের প্রবীণদের স্বাস্থ্যের খোঁজ নিতে ভুলে যান না তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ার জঙ্গলে বাড়ছে হাতি! রাতের অন্ধকারে গ্রামে ঢুকে দলছুট দাঁতালের তাণ্ডব, সোনামুখীতে আতঙ্ক
নন্দুকা গ্রামের মেয়েদের এই মানবিক উদ্যোগ আজ গোটা এলাকায় প্রশংসার বিষয় হয়ে উঠেছে। “আমরা পারি, আমরা নারী”, এই বার্তা নিয়েই এগিয়ে চলেছেন তারা। প্রবীণ নাগরিকদের সুস্থ ও সুরক্ষিত রাখার পাশাপাশি ওই দিনের স্বাস্থ্যশিবিরে গ্রামের সব বয়সের মানুষই চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এমনকি ছোট ছোট শিশুদের মধ্যেও বিভিন্ন শারীরিক সমস্যার কথা উঠে আসে, যার চিকিৎসাও করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নন্দুকা গ্রামের মেয়েদের এই নিঃস্বার্থ উদ্যোগ প্রমাণ করে, সমাজের প্রতি দায়িত্ববোধ আর মানবিকতা থাকলে বড় পরিবর্তন সম্ভব। চিকিৎসা পরিষেবার পাশাপাশি তারা ছড়িয়ে দিচ্ছেন প্রবীণদের প্রতি ভালবাসা, যত্ন ও সম্মানের এক অনন্য বার্তা।





