TRENDING:

Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!

Last Updated:

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এবার আক্রান্তের সংস্পর্শে আসা চিকিৎসক,নার্স, স্বাস্থকর্মী ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ৪৮ জনকে হোম কোয়ারান্টাইনে পাঠালো পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর।

advertisement
নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে। তবে এখনও রাজ্য স্বাস্থ্য দফতর থেকে তেমন কোনও নির্দেশ আসেনি। নির্দেশ এলে গাইড লাইন মেনে পরিকাঠামো তৈরি রাখা হবে বলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।
বর্ধমান মেডিক্যাল কলেজেও নিপা আতঙ্ক৷
বর্ধমান মেডিক্যাল কলেজেও নিপা আতঙ্ক৷
advertisement

বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দোপাধ্যায় জানিয়েছেন, স্বাস্থ্য ভবন থেকে এসওপি এলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। পর্যবেক্ষণ, টেকনিক্যাল-সহ বিভিন্ন টিম তৈরি করা হয়েছে। ভেন্টিলেটার, আইসোলেশন-সহ ৮ বেডের ওয়ার্ড রেডি করা আছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক, নার্সকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

advertisement

সন্দেহ করা হচ্ছে নিপা ভাইরাস আক্রান্ত হয়েছেন পূর্ব বর্ধমানের এক বাসিন্দা। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এবার আক্রান্তের সংস্পর্শে আসা চিকিৎসক,নার্স, স্বাস্থকর্মী ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ৪৮ জনকে হোম কোয়ারান্টাইনে পাঠালো পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর। একই সঙ্গে এই ৪৮ জনেরই স্বাস্থ্যের দিকেও নজর রাখা হচ্ছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। পূর্ব বর্ধমানের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, ফোনে নিয়মিত তাঁদের স্বাস্থ্য সম্পর্কে খবর নেওয়া হচ্ছে। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন।

advertisement

তবে জেলার ওই বাসিন্দা নিপা ভাইরাসেই আক্রান্ত কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, একজন নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছে। তাঁর পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বাড়ি। বারাসতের একটি হাসপাতালের নার্সিং স্টাফ। পরীক্ষা দিতে তিনি এসেছিলেন। বাড়িতেই ছিলেন ওি নার্স। গত ৩ জানুয়ারি ওই নার্সকে কাটোয়া হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে ৪ তারিখে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় ওই নার্সকে। ৬ তারিখ ওই নার্সকে বারাসতের হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন । তিনি নিপা ভাইরাসে আক্রান্ত কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হয়নি। স

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাফল্যের নাম সুলতানা, গ্রামের পথ থেকে উঠে আসা যোগাসনের রাণী, দেশকে এনে দিচ্ছেন গর্ব
আরও দেখুন

বাড়ির লোকজন, স্বাস্থ্য কর্মী, নার্স, চিকিৎসক মিলিয়ে ৪৮ জন তাঁর সংস্পর্শে এসেছেন। তাই তাঁদের হোম কেয়ারান্টাইনে থাকার কথা বলা হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল