দীর্ঘ দু’দশক ধরে সরস্বতী পুজোয় থিমের মণ্ডপ তৈরি করে আসছে পঁচেট ডি’লাইট ক্লাব। প্রতি বছরই তাদের মণ্ডপে থাকে নতুনত্ব। থাকে ভিন্ন ভাবনা। জেলার পুজোপ্রেমীদের কাছে এই ক্লাব এখন পরিচিত নাম। বিগত বছরগুলিতে জেলার বিগ বাজেটের দুর্গা পুজোর মণণ্ডপকেও টক্কর দিয়েছে এই ক্লাবের থিম। সীমিত সামগ্রী আর অসীম কল্পনাশক্তির মেলবন্ধনেই তাদের সাফল্য। সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলাই তাদের মূল শক্তি।
advertisement
এ বছর পঁচেট ডি’লাইট ক্লাবের থিমের নাম ‘এসো সাজাই’। এই নামকরণের পিছনেও রয়েছে বিশেষ বার্তা। উদ্যোক্তাদের মতে, বাড়ির মহিলারা প্রায়ই নানা অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেন। কিন্তু সেই ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হতে পারে নতুন কিছু। হতে পারে সুন্দর শিল্পকর্ম। সেই ভাবনাকেই তুলে ধরতে চেয়েছেন তারা। তাই এবছর পুরো মণ্ডপই তৈরি করা হয়েছে বাড়ির ফেলে দেওয়া সামগ্রী দিয়ে। পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে ২২ জানুয়ারি থেকে। ছ’দিনব্যাপী পুজোর আয়োজন করা হয়েছে। শুধু পুজো নয়, রয়েছে একাধিক সামাজিক কর্মসূচি। ম্যারাথন দৌড়, বৃক্ষরোপণ, ছবি আঁকা প্রতিযোগিতার মতো নানা উদ্যোগ থাকছে। উদ্যোক্তাদের দাবি, এ বছরও তাদের মণ্ডপ জেলা ছাড়িয়ে প্রতিবেশী জেলার দর্শনার্থীদের আকর্ষণ করবে। পুজোর ক’দিন মণ্ডপে ভিড় জমবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।





