মৃত যুবকের নাম আকাশ। তাঁর বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর বটতলা এলাকায়। যুবতীর নাম দেবলীনা কর। তিনি বর্ধমান শহরের শাঁখারিপুকুর এলাকার বাসিন্দা। দু জনে একসঙ্গে লোকো গোলঘর এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। আকাশ ফটোগ্রাফির কাজ করতেন৷
আজ সকালে এলাকার বাসিন্দারা ঘরের বাইরে থেকে দুর্গন্ধ পান। সন্দেহ হওয়ায় তাঁরা বর্ধমান থানায় খবর দেন। বর্ধমান থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে আকাশ ও দেবলীনার পচাগলা মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় যুবক যুবতীর পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
এলাকার বাসিন্দারা বলছেন, কয়েক মাস হল বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ওই যুগল। দু জনে সকালে বাড়ি থেকে বেরিয়ে যেত। সেভাবে পাড়ার কারও সঙ্গে তাঁদের মিশতে দেখা যায়নি। তাঁদের সঙ্গে অন্য কাউকে এই বাড়িতে তেমন আসতেও দেখা যায়নি। দু জনেই অনেক রাতে ফিরত। রাত সাড়ে এগারোটা বারোটা নাগাদ তাঁদের ফিরতে দেখা যেত। গত পাঁচ ছ দিন তাঁদের দেখা যায়নি। বাসিন্দাদের ধারণা, কয়েক দিন আগেই ওই যুগল আত্মঘাতী হয়।
তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, বিয়েতে পরিবারের মত না থাকা বা অন্য কোনও কারণে তাঁরা আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে। এ বিষয়ে নিশ্চিত হতে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হবে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট মিললে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। সেই মতো তদন্ত এগোবে।
