পুলিশ সূত্রে খবর, মৃতের বাড়ির সংশ্লিষ্ট এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়িতে শোয়ার ঘরে আত্মঘাতী হয় মমতা। প্রেম সম্পর্কিত মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছে সে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ পাঠান হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement
পরিবারের সদস্যদের অভিযোগ, পার্শ্ববর্তী সিলামপুর মহালদার পাড়ার বাসিন্দা রিঙ্কু মহলদার নামে এক যুবকের সঙ্গে সামাজিক মাধ্যমে পরিচয়ের পর মমতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই যুবক মমতার বিভিন্ন ছবি তুলে তা ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেল করত এমনকি শারীরিক সম্পর্কে বাধ্য করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দিত বলে অভিযোগ।
মৃত যুবতীর কাকা শফিকুল হক অভিযোগ করে বলেন, “সামাজিক মাধ্যমে প্রেম সম্পর্ক গড়ে ওঠার পর থেকে মমতাকে নিয়মিত ব্ল্যাকমেইল করত প্রেমিক রিংকু মহালদার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগেই থানায় লিখিত অভিযোগ জানান হয়েছিল। তবে পুলিশের তরফে কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশি ব্যবস্থা হলে আজ এই ঘটনা ঘটত না। এই ঘটনায় অভিযুক্তের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন পরিবারের সদস্যরা।” এদিকে এই ঘটনার সমস্ত রকম অভিযোগ খতিয়ে দেখে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
