TRENDING:

Chhau Mask: কাপড়ের উপর শিল্পীদের অভিনব হাতের কাজ! পুরুলিয়ার মুখোশ গ্রামের নতুন ট্রেন্ড কাপড়ের মুখোশ, স্বল্প দামে পর্যটকদের মধ্যে চাহিদা দারুণ

Last Updated:

Purulia Chhau Mask: পুরুলিয়ার চড়িদা গ্রাম ‌বিশ্বজুড়ে 'মুখোশ গ্রাম' নামে পরিচিত। সাধারণ ছৌ মুখোশের পাশাপাশি এখানকার কাপড়ের মুখোশ জনপ্রিয়তা পাচ্ছে। যা হালকা ও আরামদায়ক। কী কাজে ব্যবহৃত হয় এই মুখোশ জানেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পুরুলিয়ার ঐতিহ্য ছৌ। এই ছৌ-কে কেন্দ্র করে রাঢ় বঙ্গের এই জেলার নাম দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে। ছৌ নৃত্য ও ছৌ মুখোশের জন্য বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছে এই জেলা। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের আস্ত একটি গ্রাম মুখোশ গ্রাম নামে পরিচিত। ছৌ নৃত্যের জন্য অপরিহার্য এই মুখোশ। তবে এখন সাধারণ মুখোশের পাশাপাশি জনপ্রিয়তা পাচ্ছে কাপড়ের মুখোশ। ‌
advertisement

মূলত ছৌ নাচের মুখোশ তৈরি হয় কাগজ ও আঠা দিয়ে। কিন্তু যারা একেবারে নতুন ছৌ নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য তৈরি করা হয় কাপড়ের মুখোশ। এই মুখোশ অনেকটাই হালকা ও আরামদায়ক। তাই নতুন ছৌ শিল্পীরা এই মুখোশ ব্যবহার করেন। চড়িদা গ্রামে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই কাপড়ের মুখোশ। ‌

advertisement

আরও পড়ুনঃ সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাহিত্যচর্চার ডাক কাশীপুর বইমেলায়! কবি-সাহিত্যিকদের কলমে ফুটে উঠুক জেলার ইতিহাস, লোককথা

এ বিষয়ে পুরুলিয়ার চড়িদা গ্রামের মুখোশ শিল্পী দিপালী দত্ত ও বিশাল দত্ত বলেন, এই কাপড়ের মুখোশ ব্যবহার করা খুবই সহজ। অনায়াসেই এই কাপড়ের মুখোশ পরিষ্কার করা যায়। বাচ্চারা এই মুখোশ বেশি ব্যবহার করে। বহুদিন আগে থেকে এই ধরনের মুখোশ থাকলেও এর উপর এত ডিজাইন আগে ছিল না।‌ তারা নতুনভাবে সাজিয়ে তুলেছেন এই কাপড়ের মুখোশ। ‌ ১০০ টাকা থেকেই শুরু হয়ে যাচ্ছে মুখোশের দাম। যথেষ্টই চাহিদা রয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কাপড়ের উপর শিল্পীদের অভিনব হাতের কাজ! পুরুলিয়ার মুখোশ গ্রামের নতুন ট্রেন্ড কাপড়ের মুখোশ
আরও দেখুন

পুরুলিয়ার পর্যটনে গুরুত্বপূর্ণ চড়িদা গ্রাম। ‌পর্যটকেরা পুরুলিয়া বেড়াতে এলে অতি অবশ্যই বেড়ানোর তালিকায় রাখেন এই মুখোশ গ্রামকে। অনেকেই এখান থেকে মুখোশ কিনে নিয়ে যান বাড়ির জন্য। বাহারি মুখোশের ভিড়ে পর্যটকদের কাছে ইতি পছন্দের হয়ে উঠছে এই কাপড়ের মুখোশ। ‌

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Chhau Mask: কাপড়ের উপর শিল্পীদের অভিনব হাতের কাজ! পুরুলিয়ার মুখোশ গ্রামের নতুন ট্রেন্ড কাপড়ের মুখোশ, স্বল্প দামে পর্যটকদের মধ্যে চাহিদা দারুণ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল