শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সিউড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের আবদার পুর প্রাথমিক বিদ্যালয়ে। ওই স্কুলের শিক্ষক যখন স্কুলের ক্লাস রুম খুলছিলেন সেই সময় একটি ক্লাস ঘরের সামনে দুটি বোমা দেখতে পায় স্কুলের শিক্ষক। এই ঘটনায় আতঙ্কিত হয়ে সিউড়ি থানার পুলিশকে খবর দেয় শিক্ষক।
advertisement
পুলিশ গিয়ে ওই বোমা দুটোকে উদ্ধার করে এবং পরে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় পড়ুয়া এবং তাদের অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। কয়েকদিন আগেও এই এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। তারপরেও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বোমা ঘিরে প্রশ্ন উঠছে এলাকায়।
বোমা কারা রাখল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্কুলের পড়ুয়ারা। নির্বাচনের আগে এই রকম বোমা উদ্ধারের ঘটনায় আরও সতর্ক হচ্ছে পুলিশ, যাতে কঠোর ভাবে আইনশৃঙ্খলা পরিসিতি নিয়ন্ত্রণ করা যায়।
