ভাতার থানা এলাকায় শিবদা বাসস্ট্যান্ড সংলগ্ন দুটি দোকানের দেওয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গেছে,শিবদা বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী দেবাশিস মন্ডলের ইলেকট্রিক সামগ্রী বিক্রির দোকানে গতকাল রাত্রে চুরি হয়।
দোকানের পিছন দিকের কংক্রিটের দেওয়াল কেটে লক্ষাধিক টাকার ইলেকট্রিক তার,ফ্যান,গিজার এবং নগদ কিছু টাকা চুরি হয় বলে অভিযোগ।এরপর ইলেকট্রিক দোকানের ঠিক পাশেই রাম ঘোষ নামে এক মিষ্টি ব্যবসায়ীর দোকানের মাটির দেয়াল কেটে ভেতরে ঢুকে দোকানে থাকা ল্যাংচা ও রসগোল্লা খেয়ে নগদ কিছু টাকা নিয়ে চোরের দল চম্পট দেয় বলে অভিযোগ। একদিকে যখন লক্ষাধিক টাকার মালপত্র হারিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের, তখন চোরদের এই ‘ভোজনরসিক’ মেজাজ দেখে তাজ্জব এলাকাবাসী।
advertisement
এলাকায় পরপর দুটি দোকানে দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চুরির কিনারা করতে তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।






