মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে আরও ২০ লক্ষ বাড়ি নির্মাণের জন্য অর্থ বরাদ্দের ঘোষণা করেছেন। সেই ঘোষণার সঙ্গেই বুধবার ভার্চুয়াল মাধ্যমে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ঝাড়গ্রাম জেলার প্রায় ২২,৮৭৩ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার বিনপুর ১ ব্লকের বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের বাড়িতে গিয়ে মানপত্র ও কাগজপত্র তুলে দেন বিনপুর ১ ব্লকের বিডিও অনল সরকার।
advertisement
বিনপুর ১ ব্লকে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তার সংখ্যা ২০১৪। বিডিও নিজে তাঁদের বাড়ি গিয়ে কাগজপত্র তুলে দেওয়ায় খুশি ওই পরিবারগুলি। মানপত্র তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের তাড়াতাড়ি বাড়ি শুরু করার নির্দেশও দেন বিডিও।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে জেলার মধ্যে সবচেয়ে বেশি উপভোক্তার নাম রয়েছে ঝাড়গ্রাম ব্লকে। সবচেয়ে কম উপভোক্তা রয়েছেন গোপীবল্লভপুর–২ ব্লকে। প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝাড়গ্রাম জেলায় বাংলার বাড়ি প্রকল্পে প্রথমে মোট উপভোক্তার সংখ্যা ছিল ৫০,৬৭১ জন। পরবর্তীতে সমীক্ষার মাধ্যমে যাচাই করে ৪৪,৫৯৮ জনের নাম চূড়ান্ত করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে ২১,৪০৯ জন উপভোক্তা বাড়ি নির্মাণের অর্থ পেয়েছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রথম পর্যায়ে অর্থপ্রাপ্ত উপভোক্তাদের মধ্যে প্রায় ৯৮ শতাংশের বাড়ির নির্মাণের কাজ লিন্টেন পর্যায় পর্যন্ত সম্পন্ন হয়েছে। যাঁদের বাড়ি লিন্টেন পর্যায়ে পৌঁছেছে, তাঁরা দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। ইতিমধ্যেই প্রায় ৯৬ শতাংশ বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়ে গিয়েছে।
