TRENDING:

Bakkhali: বকখালি থেকে শুরু হওয়া সাইক্লোথন জানাবে উপকূলীয় নিরপত্তা ও সচেতনতা

Last Updated:

Bakkhali: বকখালি থেকে শুরু হওয়া সাইক্লোথন দেবে উপকূলীয় নিরপত্তা ও সচেতনতার পাঠ। উপকূলীয় নিরাপত্তা জোরদার করা ও উপকূলবর্তী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই শুরু হয়েছে বন্দে মাতরম সাইক্লোথন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বকখালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বকখালি থেকে শুরু হওয়া সাইক্লোথন দেবে উপকূলীয় নিরপত্তা ও সচেতনতার পাঠ। উপকূলীয় নিরাপত্তা জোরদার করা ও উপকূলবর্তী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই শুরু হয়েছে বন্দে মাতরম সাইক্লোথন।
advertisement

দেশের পূর্ব ও পশ্চিম দুই উপকূল থেকেই একসঙ্গে যাত্রা শুরু হয়েছে। ২৫ দিনব্যাপী এই সাইক্লোথনে পূর্ব ও পশ্চিম ভারতের উপকূল ধরে মোট ৬,৫৫৩ কিলোমিটার পথ অতিক্রম করা হবে, যার মধ্যে শুধুমাত্র পূর্ব উপকূলেই রয়েছে ৩,০০০ কিলোমিটারের বেশি পথ। এবারের সাইক্লোথনের মূল ভাবনা ‘সুরক্ষিত তট সমৃদ্ধ ভারত’।

আরও পড়ুনঃ কান্তারা দাইভা অনুকরণ বিতর্কে রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, বেঙ্গালুরু আদালতের নির্দেশ

advertisement

এর সঙ্গে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই যাত্রাপথে নয়টি উপকূলবর্তী রাজ্য অতিক্রম করে আগামী ২২ ফেব্রুয়ারি কোচিতে গিয়ে পৌছাবে।

View More

এই অভিযানে অংশ নিয়েছেন মোট ১৩০ জন সিআইএসএফ জওয়ান, যার মধ্যে ৫০ শতাংশ মহিলা জওয়ান। উপকূল এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দেশের উপকূল রক্ষার গুরুত্ব তুলে ধরাই এই সাইক্লোথনের মূল উদ্দেশ্য।

advertisement

বর্তমানে সিআইএসএফ দেশের ১৩টি বন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের স্বীকৃত রেকগনাইজড সিকিউরিটি অর্গানাইজেশন আরএসও হিসেবে কাজ করছে। ফলে এই সাইক্লোথন দেশের মানুষজনের কাছে উপকূলীয় নিরাপত্তা নিয়ে বার্তা দেবে।

সেরা ভিডিও

আরও দেখুন
বকখালি থেকে শুরু হওয়া সাইক্লোথন জানাবে উপকূলীয় নিরপত্তা ও সচেতনতা
আরও দেখুন

যাত্রাপথে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি মৎস্যজীবী পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন অভিযাত্রীরা। উপকূলের স্বচ্ছতা রক্ষা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিই এই সাইক্লোথনের মূল উদ্দেশ্য। সাইকেল চালিয়ে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই সিআইএসএফের এই বিশেষ উদ্যোগের প্রধান লক্ষ্য।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bakkhali: বকখালি থেকে শুরু হওয়া সাইক্লোথন জানাবে উপকূলীয় নিরপত্তা ও সচেতনতা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল