হাড়হিম করা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছেন। প্রাণ বাঁচাতে ছাদ থেকে ঝাঁপও দিয়েছেন। আনন্দপুর অগ্নিকাণ্ডে কপাল জোরে প্রাণে বেঁচে বাড়ি ফিরলেন তমলুকের বাসিন্দা সুশান্ত বেরা।
আরও পড়ুনঃ প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নিলেন অরিজিত সিং! সোশ্যাল মিডিয়াতে আবেগঘন পোস্ট গায়কের
পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে ফুলের কাজে গিয়েছিলেন সুশান্ত বেরা। সেদিনের অভিজ্ঞতা, অগ্নিকাণ্ড কীভাবে ঘটেছে তা বলতে গিয়ে শিউরে উঠছেন তিনি। সুশান্ত বলেন, একটা রুমেই কুড়িজন ছিলাম। সবাই ঘুমাচ্ছিলেন তখনই চিৎকার, দেখতে পাই আগুন।
advertisement
কোনক্রমে রুম থেকে বেরিয়ে দেখি চারিদিকে আগুন অন্ধকার ধোঁয়া। প্রাণ বাঁচাতে ছাদ থেকে ঝাঁপ দিই। সেই আগুন থেকে রক্ষা পেয়ে হাসপাতাল হয়ে এখন বাড়িতে। কিন্তু চোখে মুখে আতঙ্ক রয়েছে সুশান্তর।
Location :
Tamluk,Purba Medinipur,West Bengal
First Published :
Jan 27, 2026 9:45 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Anandapur Fire: "এক ঘরে কুড়িজন, ঘুম ভাঙল চিৎকারে..." প্রাণ বাঁচাতে ছাদ থেকে ঝাঁপ, আনন্দপুর অগ্নিকাণ্ডে বেঁচে বাড়ি ফিরলেন তমলুকের সুশান্ত
