এদিন ৫০ জন প্রবীণ নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রত্যেক প্রবীণ নাগরিকদের এদিন মঞ্চে তুলে পরিচয় পত্র দেওয়া হয়েছে। সেই পরিচয় পত্রে পুলিশ ও থানার নম্বর রয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন প্রবীণ নাগরিকদের যে কোন রকম সাহায্য করবে পুলিশ। শুধু তাই নয়, নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেই সব প্রবীণ নাগরিকদের বাড়ি গিয়ে তাদের খোঁজও নেবে পুলিশ।
advertisement
এদিন পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত জানান, ‘প্রবীণদের সাহায্য করতে পুলিশ এগিয়ে এসেছে। অনেক প্রবীণ মানুষ বাড়িতে একা থাকেন। আবার অনেকে রাস্তায় বেরিয়েও নানান সমস্যায় পড়েন। সেই কারণে এই কর্মসূচী চালু করা হল। প্রাথমিকভাবে আলিপুরদুয়ার শহরের ৫০ জন প্রবীণ নাগরিককে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। ধীরে ধীরে জেলা জুড়ে প্রবীণদের এই কর্মসূচির আওতায় আনা হবে। আমরা প্রবীণদের সবরকম সহযোগিতা করব। বাড়িতে গিয়ে প্রবীণদের খোঁজ নেব আমরা।’
এদিন এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রবীণদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষাও হয়। এছাড়াও প্রবীণ নাগরিকদের কম্বল দান করা হয়েছে।
এক বৃদ্ধা সুধা রায় বলেন, ‘অত্যন্ত ভাল কাজ হয়েছে। আমরা এখন পুলিশি নিরাপত্তায় থাকব। প্রয়োজনে পুলিশকে ফোন করতে পারব। পুলিশও আমাদের খোঁজ রাখবে। পুলিশের পক্ষ থেকে আমাদের পরিচয় পত্র দেওয়া হয়েছে।’
