TRENDING:

এবার রাজ্যের রেশন দোকানে মিলবে সাবান-শ্যাম্পু সহ ৫০০ প্রয়োজনীয় সামগ্রী

Last Updated:

মধ্যবিত্ত বাঙালির মুখে হাসি ফুটতে চলেছে । রেশন দোকানের এবার থেকে পাওয়া যাবে ২ টাকা কিলো চাল, গম, কেরোসিনের সঙ্গে নামী ব্র্যান্ডের জিনিষপত্র । দামও থাকবে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মধ্যবিত্ত বাঙালির মুখে হাসি ফুটতে চলেছে । রেশন দোকানে চাল, গম, কেরোসিনের সঙ্গে এবার থেকে পাওয়া যাবে  বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রীও । দামও থাকবে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে । ডাল, নুন, তেল, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে ৫০০ রকমের বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী ।
advertisement

এর ফলে ক্রমশ ধুঁকতে থাকা রেশন দোকান গুলোও ঘুরে দাঁড়াতে পারবে । প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার খাদ্য ভবনে রিটেল সংস্থার কর্তাদের সঙ্গে রেশন ডিলার ও ডিস্ট্রিবিটরদের নিয়ে এক বৈঠকে বসেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । বৈঠকে ঠিক হয় বিভিন্ন শপিং মলের থেকে রেশন দোকানে জিনিসপত্রের দাম সস্তা হবে ।

আরও পড়ুন

খাবারের মান যাচাইয়ে ডেকার্স লেনে কলকাতা পুরসভার বিশেষ অভিযান

advertisement

একটি খ্যাতনামা রিটেল সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রাজ্য সরকার । তবে এক্ষেত্রে  রেশন ডিলারদের পরিকাঠামো উন্নতি করতে হবে ।  রিটেল সংস্থার এক কর্তা জানিয়েছেন সমস্ত জিনিসপত্র রেশন দোকানে পাঠানো হবে ডিলার ও ডিস্ট্রবিউটরের মাধ্যমে ।

পড়তে থাকুন

কাটোয়ায় বিপর্যস্ত ইন্টারনেট ও মোবাইল পরিষেবা, সংঘর্ষে বিএসএনএল-রাজ্য বিদ্যুৎপর্ষদ কর্মীরা

advertisement

নবান্ন সূত্রে খবর গত বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে মুখ্য়মন্ত্রীকে রিটেল সংস্থাগুলি প্রস্তাব দেয় । মনে করা হচ্ছে এই সিদ্ধান্তই তার প্রতিফলন । এপ্রিলের মাঝামাঝি থেকেই সূচনা হবে এই প্রকল্পের ।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

খাদ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন রাজ্য সরকার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছে যাতে রাজ্য সরকার ও রিটেল সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে এর বাস্তব রূপায়ণ করতে পারে । এই প্রকল্পের যাত্রা শুরু হবে খাদ্যমন্ত্রীর জেলা উত্তর ২৪ পরগনা দিয়ে ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবার রাজ্যের রেশন দোকানে মিলবে সাবান-শ্যাম্পু সহ ৫০০ প্রয়োজনীয় সামগ্রী