TRENDING:

এবার রাজ্যের রেশন দোকানে মিলবে সাবান-শ্যাম্পু সহ ৫০০ প্রয়োজনীয় সামগ্রী

Last Updated:

মধ্যবিত্ত বাঙালির মুখে হাসি ফুটতে চলেছে । রেশন দোকানের এবার থেকে পাওয়া যাবে ২ টাকা কিলো চাল, গম, কেরোসিনের সঙ্গে নামী ব্র্যান্ডের জিনিষপত্র । দামও থাকবে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মধ্যবিত্ত বাঙালির মুখে হাসি ফুটতে চলেছে । রেশন দোকানে চাল, গম, কেরোসিনের সঙ্গে এবার থেকে পাওয়া যাবে  বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রীও । দামও থাকবে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে । ডাল, নুন, তেল, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে ৫০০ রকমের বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী ।
advertisement

এর ফলে ক্রমশ ধুঁকতে থাকা রেশন দোকান গুলোও ঘুরে দাঁড়াতে পারবে । প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার খাদ্য ভবনে রিটেল সংস্থার কর্তাদের সঙ্গে রেশন ডিলার ও ডিস্ট্রিবিটরদের নিয়ে এক বৈঠকে বসেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । বৈঠকে ঠিক হয় বিভিন্ন শপিং মলের থেকে রেশন দোকানে জিনিসপত্রের দাম সস্তা হবে ।

আরও পড়ুন

খাবারের মান যাচাইয়ে ডেকার্স লেনে কলকাতা পুরসভার বিশেষ অভিযান

advertisement

একটি খ্যাতনামা রিটেল সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রাজ্য সরকার । তবে এক্ষেত্রে  রেশন ডিলারদের পরিকাঠামো উন্নতি করতে হবে ।  রিটেল সংস্থার এক কর্তা জানিয়েছেন সমস্ত জিনিসপত্র রেশন দোকানে পাঠানো হবে ডিলার ও ডিস্ট্রবিউটরের মাধ্যমে ।

পড়তে থাকুন

কাটোয়ায় বিপর্যস্ত ইন্টারনেট ও মোবাইল পরিষেবা, সংঘর্ষে বিএসএনএল-রাজ্য বিদ্যুৎপর্ষদ কর্মীরা

advertisement

নবান্ন সূত্রে খবর গত বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে মুখ্য়মন্ত্রীকে রিটেল সংস্থাগুলি প্রস্তাব দেয় । মনে করা হচ্ছে এই সিদ্ধান্তই তার প্রতিফলন । এপ্রিলের মাঝামাঝি থেকেই সূচনা হবে এই প্রকল্পের ।

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

খাদ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন রাজ্য সরকার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছে যাতে রাজ্য সরকার ও রিটেল সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে এর বাস্তব রূপায়ণ করতে পারে । এই প্রকল্পের যাত্রা শুরু হবে খাদ্যমন্ত্রীর জেলা উত্তর ২৪ পরগনা দিয়ে ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবার রাজ্যের রেশন দোকানে মিলবে সাবান-শ্যাম্পু সহ ৫০০ প্রয়োজনীয় সামগ্রী