খাবারের মান যাচাইয়ে ডেকার্স লেনে কলকাতা পুরসভার বিশেষ অভিযান
Last Updated:
খাবারের মান যাচাইয়ে ডেকার্স লেনে বিশেষ অভিযান কলকাতা পুরসভার।
#কলকাতা: খাবারের মান যাচাইয়ে ডেকার্স লেনে বিশেষ অভিযান কলকাতা পুরসভার। ফুড সেফটি অফিসারদের নিয়ে অভিযানে মেয়র পারিষদ অতীন ঘোষ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান।
আরও পড়ুন
advertisement
শুক্রবার কয়েকটি দোকানের খাবারে সিন্থেটিক রং ও মেটানিল ইয়েলো ব্যবহারের প্রমাণ মেলে। পুর প্রতিনিধিরা সেই রং বাজেয়াপ্ত করেন। দোষী দোকানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তাঁরা।
কয়েকটি দোকান থেকে রান্না করা ও কাঁচা মুরগির মাংসের নমুনাও সংগ্রহ করা হয়েছে।
view commentsLocation :
First Published :
March 23, 2018 6:16 PM IST