আসানসোল: অভিনব ভাবে মনোনয়নপত্র জমা দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুততুণ্ড। মাথায় কালো ফেট্টি বেঁধে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি। সাইকেল চালিয়ে মনোনয়নপত্র জমা করতে যান কংগ্রেস প্রার্থী। কেন্দ্র সরকারের জ্বালানি তেল, এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মাথায় কালো ফেট্টি বেঁধে তিনি নিজের নমিনেশন ফাইল করতে যা। পাশাপাশি রামপুরহাটের ঘটনার প্রতিবাদে মাথায় ফেট্টি বাঁধেন তিনি। মাথায় কালো ফেট্টি বেঁধে সাইকেল চালিয়ে নিজের মনোনয়নপত্র জমা করেন কন্যাপুরের জেলাশাসকের দপ্তরে। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জেলাশাসকের দপ্তরে গিয়ে নিজের মনোনয়নপত্র জমা করেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পূততুণ্ড। সাইকেলে চেপে নিজের মনোনয়নপত্র জমা দিতে গেলেও বর্ণাঢ্য শোভাযাত্রার ব্যবস্থা রাখা হয়েছিল এদিন। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আসানসোলের সেনেরাল রোড থেকে কন্যাপুর পর্যন্ত শোভাযাত্রা করে যান কংগ্রেস প্রার্থী। সঙ্গে ছিল ঢাকের বাজনা। এদিনের শোভাযাত্রার মাধ্যমে প্রতিবাদের পাশাপাশি নির্বাচনী প্রচার করেছেন কংগ্রেস প্রার্থী।মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে নাম ন করে কটাক্ষ করেছেন কংগ্রেস প্রার্থী। তিনি বলেছেন, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সেলিব্রিটি প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু উনি সবসময় মানুষের পাশে থাকবেন না। রাজনীতিবিদদের সরিয়ে রেখে সেলিব্রিটিদের দিয়ে ভোটে লড়াই করানোর সংস্কৃতি তৈরি করেছে তৃণমূল। তবে আমরা সবসময় মানুষের পাশে থাকি। মানুষের সঙ্গে কাজ করি। তাই আসানসোলের মানুষ বিচার করবেন, কাকে ভোট দিয়ে তারা জিতিয়ে আনবেন। তবে কংগ্রেস প্রার্থীর মাথায় ফেট্টি বেঁধে মনোনয়ন জমা দিতে যাওয়ার ঘটনা নজর কেড়েছে রাজনৈতিক মহলের।