আসানসোলের দাপুটে তৃণমূল নেতা তথা পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানিয়েছেন, আসানসোল পুরসভার ডেপুটি মেয়র এর দায়িত্ব পেয়ে তিনি খুবই আনন্দিত এবং খুশি। মেয়র হিসেবে আসানসোল পুরসভার নির্বাচনী ইশতেহারে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পালন করার দিকে নজর দেবেন। গারই নদী সংস্কার এবং আসানসোলের নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য বিশেষ নজর দেবেন তিনি। পাশাপাশি অপর যিনি ডেপুটি মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন, অর্থাৎ ওয়াসিমুল হকের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবেন। দুজন ডেপুটি মেয়র হওয়ার ফলে কোনো সমস্যার বদলে সুবিধা হবে বলেই মনে করছেন তিনি। এ বিষয়ে অভিজিতবাবু জানিয়েছেন, দুজনে মিলে ভাগাভাগি করে মানুষের জন্য কাজ করবেন তারা। একই সুর শোনা গিয়েছে অপর ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের গলাতেও। তিনিও এই পদ পেয়ে খুশি। তিনিও সতীর্থের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করতে চান। পাশাপাশি তিনি বিরোধীদের সমস্ত কটাক্ষকেও উড়িয়ে দিয়েছেন।
advertisement