#পশ্চিম বর্ধমান- করোনার জন্য সারা রাজ্য জুড়ে বিধিনিষেধ লাগু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বন্ধ রাখা হয়েছে সমস্ত পর্যটন কেন্দ্র। যার জেরে সমস্যায় পড়েছেন দুর্গাপুরের গান্ধি মোড়ের সমস্ত টুরিস্ট বাসের মালিকেরা এবং বাস কর্মীরা। তাই পর্যটন কেন্দ্রগুলি খোলার দাবি জানিয়ে, গান্ধি মোড় থেকে মিছিল করে দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন বাস মালিকরা এবং বাসের কর্মীরা।